টেকটিউনস ভাইদের সাহায্য চাই.........। এমন কেউ কি আসেন যে এই ডিভাইসটা ("Cable TV Signal Amplifier") নিজের বাসার টিভি'র জন্য অথবা মনিটরের টিভিকাডের জন্য ব্যবহার করছেন? আমার প্রশ্ন হল এটা ব্যবহার করে কি আসলেই খারাপ ডিশ লাইনে ভাল ও পরিষ্কার ছবি দেখা যায়?
টেকটিউনসে এটা আমার প্রথম টিউন, কোনকিছু ভুল হলে সকলের কাছে আমি ক্ষমা চাইছি।
আমি কামাল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি যতদূর জানি এটা দিয়ে খারাপ ডিশ লাইনে ভাল ও পরিষ্কার ছবি দেখা অতটা সম্ভব নয় কারন এটা এমপ্লিফাই করে সিগন্যাল নয়েজ নয় । সো দুরের সিগন্যাল পেতে সমস্যা হলে এটা ব্যাবহার করা হয় । কিন্তু এটার কাজ ঝকঝকে পরিস্কার ছবি চালান নয় ।
This device is normal . It’s can Signal convert 55dBuv to 68dBuv . But 55dBuv less Signal can’t convert this device . If you found 50dBuv Signal in your cable you can good performance without this device .
Boost sound quality, reduce grainy images and enhance the clarity of your television’s picture Reduce grainy images and increase image clarity Wide frequency range, low noisy factor, high output level, low signal distortion Ideal for the home, shops and other workplaces Input: 220V Frequency: 45 – 860/1000MHz Sound amplification: 20?dB Power: 2W Power cable length: 93cm( approx)
এটার কাজ চ্যানেল পরিষ্কার করা না। এটার কাজ ভিডিওর গেইন বাড়ানো। সাধারনত ডিস লাইনের গেইন থাকে ৮০. লাইন ভাগ হয়ে গেইন কমে যায়। গেইন কমে যাওয়ার কারনেই চ্যানেল ঝিরঝির বা খারাপ আসে। এটা দিয়ে লাইন স্পিল্ট করলে সর্বোচ্চা 20 গেইন পর্যন্ত বাড়ানো যায়। এটা আপনার টিভির কাছে লাগালে খুব একটা কাজ করবে না। এটা লাইন যেখান থেকে নিবেন সেখানে এটা লাগালে ভালো ফল পাবেন। যেমন- মেইন লাইন থেকে একাধিক জনকে লাইন ভাগ করে দেয়। সেখানে এটা দিয়ে লাইন ভাগ করলে ভালো রেজাল্ট আসবে। তবে সমস্যা হল এটা ব্যবহার করতে হলে কারেন্ট লাগবে। যেখান থেকে লাইন ভাগ করে সেখানে কারেন্ট দেওয়ার ব্যবস্থা থাকেনা। যেমন- কারেন্টের খুটি। :p
Also I need to know more details about this device.