এডসেন্স নিয়ে বিরাট সমস্যায় আছি

আজকে এক জায়গা থেকে শুনলাম যে সাব ডোমেন সাইটে গুগল এডসেন্স এর এ্যাড দেওয়া যায় না।কথাটা কি সত্যি???? দয়া করে যারা জানেন তারা জানান।কেও সাব ডোমেন থেকে আয় করতে পেরেছেন এই রকম থাকলে দয়া করে আপনার সাইট এর ঠিকানা ও সাথে দেন।

Level New

আমি দীপ্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

FACEBOOK এ আমিঃ [email protected]


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জি ভাই আমার জানা মতে সত্যি।কোনো ব্লগস্পট সাইটে ও এড দেওয়া যায় না

    তা হলে কি google এর blogger.com এও এড দেওয়া যাবে না ????

    ভাই আপনারে একটা উপদেশ দেই আমি আমার প্রায় ৫ টা ইমেইল খুলেছি শুধু মাত্র এডসেন্স হালার পুতের জন্য।কিন্তু একই কথা আপনার টপ লেভেল ডোমাইন কিনা লাগবে।এরপর বিডভারটাইসার খুলেছি।এখন নিয়মিত একটা আয় হয়।তবে খুবি কম।এ মাসে পেয়েছি ১২.০০ ডলার।তার আগের মাসে ১৪.৫০ ডলার।

    Level 0

    @দীপ্ত oboossoi add dea jabe .apnar jadi adsense e account thake thaole oikhanteke domain sub domain sobjaigayi add dite parben.jadi karo ei bisoynie aro bistartio informatinon darkar hoy amak mail or phone dien.amar mail id [email protected] Cell phone no.01726703137(7.00pm-12.00pm)

    @রাফসান vai re nagene ba kom gene opor k kono kotha bola tik na.are monmanosikota ekto valo koren doya kore “আর শুনেন নিজেকে খালি গুরু ভাইবেন না।” ei doroner coment eikhane korben na.

    @bdhome24.ucoz.com onek donnobad রাফসান vaier vool voolta dorarjonno.ami apnar kothar shate ekmot.

কেডা কইল সাব ডোমেইনে এড বসানো যায় না, যে আপনাকে এধরনের কথা বলেছে হয় উনি কিছুই জানে না হয আপনাকে বিব্রত করছে, যাই হোক, আর রাফসান সাহেব যে বিষয় নিয়ে জ্ঞান নেই তা নিয়ে সমাধান না দেওয়ায় বুদ্ধিমানের কাজ, যাই আমি তো বল্গার্ (http://animatedimage.blogspot.com) ও অন্যানো সাব ডেমেইনেও এডসেন্স ব্যবহার করছি, তবে একটা ইস্যু আছে যে সাব ডোমেন দিয়ে এডসেন্স এ আবেদন করা যায় কি না, যায়, আমারটাও করা

    বিশ্বাস না করলে এই দেখেন কয়েকদিন আগে আমি এডসেন্স এর জন্য একটা আবেদন করেছিলাম।তখন ফিরতি চিঠি তে আমাকে বলেছে যে সাব ডোমাইন দিয়ে হবে না।ছবিটি দেখেন http://img248.imageshack.us/img248/5212/49570844.jpg আর শুনেন নিজেকে খালি গুরু ভাইবেন না।বুঝছেন

    টপ লেভেল ডোমেইন কেনা লাগবে এইটা হয় ফালতু কথা। আমি নিজেও সাব ডোমেইন এ এ্যাড দিয়েছি।

    সোহেল ভাই বুইঝা কথা কন আপনি লাগাইসেন বিডভারাটাইসার আর এখানে কথা হচ্ছে এডসেন্স নিয়ে

    রাফসান সাহেব
    @
    আচ্ছা আপনি কি বলেন তো? শুধু শুধু না জেনে মানুষকে কেন বিব্রত করেন। আমি আমার ঐ সাইটেই এডসেন্সের বিজ্ঞাপন দিয়েছিলাম কিছু দিন আগে। কিন্তু আমার ছোট একটা ভুলের কারনে একাউন্ট ব্যান হয়েছে। আর একটা কথা আমি নিজে না জেনে কিছুই বলিনা। তাই মানুষ কে বিব্রত করবেন না।

ব্যাপারটা আসলে সাব ডোমেইন এর না। আপনার কনটেন্ট থিক থাকলেই হলো। তবে হ্যা টপ ডোমেইন এর ক্ষেত্রে এপ্লিকেশনটা সহজে approved হয়ে যায়।

    ২০০% ঠিক বলছেন। 🙂

@ রাফসান, আমি জানি না আপনি এ্যাডসেন্স এ একাউন্ট এপ্রোভাল করা নিয়ে জানেন কি না। তবে, সন্ধিহান “জানেন না”।
আপনি মনে হয় রিপ্লে ইমেইলটি ভাল করেই পরেন নাই। প্রথম দুইটি শব্দ ভাল করে বুঝে পড়লেই জানতে পারতেন কি কারনে আপনার একাউন্ট দেয়া হয় নাই। অযাথা না জেনে কেন ভুল কথা বলে অন্যকে বিব্রত করেন বুঝি না। এ্যাডসেন্স এ এপ্লাই করতে যে টপ লেভেল ডোমেইন লাগে এর কোন ভিত্তি নেই। তার কারনটি মাহমুদ ভাই বলেছেন। যাহোক আপনি আগে সঠিকটি জানবেন তারপর যাকে খুশি সহযোগীতা করবেন। তা নাহলে দয়া করে অন্য বিব্রত করবেন না। 🙁

    ভাই কয়েকদিন ধরে বুঝতেছি আপনিও কোনো একটা কারণে আমার পিছে লাগসেন।যাই হোক আপনি যেহেতু এডসেন্স মাস্টার তাই আপনাকে একটা কথে জিগাই আমার দুইটা ওয়েবসাইট আছে:
    http://gamedownload-games.blogspot.com/
    http://bdearninghelp.blogspot.com/
    কোনটার জন্য এডসেন্স এর এপ্লাই করলে সেটা এক্সেপ্ট করবে

@দীপ্ত ভাই, আমি যতটুকু যানি সেটা হল ফ্রি কোন ডোমেইনে(যেমন: co.cc, cz.cc, .tk ইত্যাদি) এ্যাডসেন্স একাউন্ট হয় না। তবে ব্লগার.কম এ ভাল কন্টেন্ট পোষ্ট করে(অবশ্যই গোছানো এবং ইউনিক), অন্তত ৩০-৪০টা তারপর এপ্লাই করুন এবং আবশ্যই এ্যাডসেন্স সাপোর্ট করে এমন ভাষায় ব্লগ লিখুন। মনে রাখবেন এ্যাডসেন্স বাংলা ভাষা সাপোর্ট করে না। তাই পারলে ইংরেজীতে ভাল জ্ঞান অর্জন করে তারপর লিখুন। আশা করি একাউন্ট পেয়ে যাবেন।

আর সাবডোমেইন বলতে আপনি কি বুঝেন তা আমি জানি না। আপনি ইচ্ছা করলে একটি টপ লেভেল ডোমেইনের সাবডোমেইন ব্যবহার করেও এ্যপ্লাই করতে পারেন। ব্যাপারটি বুঝুন এখানে —- আপনার টপ লেভেন ডোমেইন http://www.dipta.com এ এর সাবডোমেইন হল http://www.blog.dipta.com

এবার নিশ্চয়ই বুঝতে পারছেন। না বুঝলে আবার বলেন ………………………….. 🙂 আসলে এ্যাডসেন্স সর্ব প্রথম দেখে সাইটের কন্টেন্ট মানে বিষয়। 🙂 🙂

    সাবডোমেইন দিয়ে কিভাবে এপ্লাই করবো
    বললে খুব ভালো হোয় ভাই।
    আমার একটা এডসেন্স এ ইউটিউব + ডোমেইন এড করা।
    সাবডোমেইন কিভাবে এড করবো যদি বলেন খুব উপকার হয়।
    ধন্যবাদ