ওয়াই ফাই নেটওয়ার্ক সমস্যার সমাধান চাইঃ টেকিরা প্লিজ হেল্প করুন

আমার পিসিতে ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন আছে। টিপি লিংকের রাউটারের(Model TL-WR740) মাধ্যমে এন্ড্রয়েড ফোনে ইন্টারনেট ইউজ করি। সাধারণত এনড্রয়েডের বিভিন্ন অনলাইন সফটওয়্যারের মাধ্যমে ইন্টারনেট ডাটা ইউজ করে পিসি রিমোট এক্সেস করা যায়। কিন্তু সরাসরি ওয়াই ফাই রাউটারের মাধ্যমে ইন্টারনেট ডাটা খরচ না করে এনড্রয়েড ফোন থেকে পিসি এক্সেস করা যাবে কিনা এ ব্যাপারে আমার ধারনা নেই।

অর্থাৎ রাউটার দিয়ে পিসি থেকে ফোনে ডাটা আদান-প্রদান/ পিসি কন্ট্রোল করতে চাই। বি দ্রঃ আমি উইন্ডোজ ৭ ইউজ করি।
এটা করা সম্ভব কি না?

আরেকটা ব্যাপার শুধু জানতে চাই, টিপি লিংকের ওয়াইফাই রাউটার(Model TL-WR740) দিয়ে কোন রকম ইন্টারনেট ছাড়া পিসি-ল্যাপটপ হোম নেট ওয়ার্ক তৈরি করা সম্ভব কিনা?

অভিজ্ঞ টিউনাররা যদি এ ব্যাপারে টিউন করলে চির কৃতজ্ঞ থাকব। টিউন করুন বা নিচে মন্তব্য করুন প্লিজ।

Level 0

আমি Dhaow। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ami BSNL Broadband nokia siemens with wifi router use kori, etate kivabe samvob,plz detail e janaben

Level 2

আপনি PC তে এবং আপনার ফোনে VNC server and VNC viewer install করুন তাহলে সহজেই আপনি দুটো থেকে দুটোতে কন্ট্রোল করতে পারবেন। এটা যেকোন রাউটারে ব্যবহার করতে পারবেন তবে ফায়ারওয়াল ব্যবহার করলে Firewall এ VNC service open থাকতে হবে।