গত দুই দিন যাবত আমার নকিয়া এন৭৩ মোবাইলে ইন্টারনেট কাজ করছেনা।
কোন এরর মেসেজ দেখায় না, শুধু লোডিং হতে থাকে মোবাইলে জি.পি.আর.এস লোগো টাও
আসেনা। কয়েকবার সেটিংস ডিলিট করে নতুন করে কনফিগারেশন করেছি কাজ হয়না।
মোবাইল ম্যানুয়ালী ফ্লাশ এবং রিসেট করেছি কিন্তু কাজ হচ্ছে না। আমি রবি ইন্টারনেট ব্যবহার
করি। দয়া করে অভিজ্ঞরা সাহায্য করুণ।
আমি সুজন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এরকম মাঝে মাঝে হয়।আপনি কি অপেরা ছাড়া ডাইরেক্ট চেষ্টা করেছেন? তবু না হয়ে থাকলে ইন্টারনেট প্যাকেজ চালু আছে কিনা কাস্টমার কেয়ারে কল করে জেনে নিন।কেয়ার সেন্টারই সমস্যা সমাধানে উত্তম। প্রথমে আপনি একটি এড্রেসে ক্লিক করে যতক্ষণ ই লাগুক না কেন হোক ১ ঘন্টা বার বার চেষ্টা করলে কয়েকবারেই ঠিক হয়ে যাবে।