Huawei Ascend Y220 সিম স্লট লক আনলক করতে সাহায্য চাই

কিছুদিন আগে আমার এক আত্মীয় নাইজেরিয়া থেকে Huawei Ascend Y220-u10 মডেল এর একটি অ্যান্ড্রয়েড  সেট পাঠিয়েছেন।

কিন্তু সমস্যা হল এতে আমি কোন বাংলাদেশি সিম ব্যাবহার করতে পারছি না। সিম লাগালে কোন নেটওয়ার্ক আসে না। সিম ১ এ sim card slot permanently blocked দেখায়। আর সিম ২ এ sim card slot locked,unlock it first লিখা দেখায়। পরে Enter sim me lock কোদ চায়।

সুতরাং এই সিম আনলক কিভাবে/কোথায় করা যায় সেই বেপারে সাহায্য চাইছি। দয়া করে জানাবেন।

Level 0

আমি অনন্ত আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস