মাইক্রোওয়ার্কস এর এড্রেসটি ভেরিফেকেশন সম্পর্কিত!!!

সবাই ভালো আছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন সেই দোয়া করি।

এই টেকটিউনস দিয়েই আমার প্রযুক্তির ব্লগ পড়ার যাত্রা শুরু। আমি অন্য ব্লগে আমার তেমন কোন নেশা নেই কিন্তু কেন যানি দিনে একবার হলেও শত ব্যস্ততার মাঝেও একটি বারের জন্য হলেও টেকটিউনস ওপেন করি। এই সুবাদে জানতে পারি যে ঘরে বসে অন-লাইনে টাকা আয় করা যায়। আবার এও জানতে পারি যে এখানে ভুয়া সাইট ও অনেক তাই নিয়মিত টেকটিউনস পড়তে থাকি এবং বিভিন্ন জনের কমেন্টস পড়ে জানতে পারি যে ওডেস্ক হলো অন-লাইনে আয় করার একটি ভালো মাধ্যম। কিন্তু এখানে পরিশ্রম, মেধা এবং সময় লাগে। তাই ভাবলাম আরো সহজে কি করে ইনকাম করা যায় এবং এটা আসলেই সত্যি কি না? তাই টেকটিউনস এ মাইক্রোওয়াকার্স সম্পর্কে  জানার পর এখানে কাজ করার আগ্রহ জন্মে। গত দুই মাস কাজ করে মোটামুটি 100+ ডলার আমার একাউন্টে জমা হয়েছে। কিন্তু একটি সমস্যা হলো আমি যখন আমার আইডি খুলি তখন তা USA দেশের হয়ে যায় যা আমি লক্ষ করিনি কারণ আমি আইপি হাইডার দিয়ে একাউন্ট ওপেন করেছিলাম। কিন্তু যখন টাকা উত্তোল করতে যাই তখন দেখি দেশের জায়গায় USA আছে তাই আর উত্তোলন করিনি। পরে সমস্যাটি অনেকের সাথে শেয়ার করার পর বলেছে যে  তোমার যদি কেউ আমিরিকায় পরিচিত  কেউ থাকে তবে তুমি তাকে দিয়ে ঠিকানা ভেরিফিকেশন করাতে পারবে। কিন্তু সমস্যা হলো আমার আমিরিকায় কেউ থাকে না।

যদি আপনাদের মাঝে এমন কেউ থাকেন আমার মাইক্রোওয়ার্কস এর এড্রেসটি ভেরিফেকেশন করে দিতে পারবেন তবে তাকে আমি 50 ডলার দিয়ে দিবো যা মানিবুকার্স এর মাধ্যমে পরিশোধ করবো (ইনশাআল্লাহ)। শুধুমাত্র প্রকৃত মানুষই যোগাযোগ করবেন।

আমার সাথে ইমেইলে যোগাযোগ করতে পারেন

[email protected]

কষ্ট ও সময় ব্যয় করে আমার টিউনটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ।

Level 0

আমি Md. Nur Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 150 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

I can not help you to verify the address but I can help you to withdraw money.
And I will sell my address verified microworkers account for 1000 taka.