আসস্লামুয়ালিকুম,
আশা রাখি সবাই ভাল আছেন । আমি আজ আপনাদের কাছে এক বিশেষ হেল্প চাই । গত ১৫ -২০ দিন যাবৎ আমি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারতেছিনা । ১০০% এ গিয়ে "Your connection is closed by server because of time out " লেখাটি আসে । আমি IDM 6.21 build 2 , IDM 6.21 build 7 দুইটি ভার্সন এই একি প্রবলেম ফেস করছি । আগে ORBIT Downloader দিয়ে ইউটিউব থেকে ডাউনলোড হলেও এখন হয় না। আমি orbit , DAP ,Flashget , EagleGet ,FDM ,JDownloder Etc ডাউনলোড ম্যানেজার ব্যাবহার করেও এই প্রবলেম সমাধান করতে পারি নাই । তাই আপনাদের নিকট হেল্প চাই । । ।
*** জানিয়ে রাখি যে আগে ডাউনলোড করতে কোন সমস্যা হয় নাই । বিগত ১৫-২০ দিন যাবত এই সমস্যা হচ্ছে । । ।
আমি শাহজালাল আপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আচ্ছা এই সমসসা টা কি শুধুমাত্র you tube video download করার ক্ষেত্রে হয়?? একটু দেখবেন অন্ন ফাইল ডাউনলোড দিয়ে ।।আপনি ইতিমদ্ধে কি কোন antivirus download দিএছেন??