কম্পিউটারে ভাইরাস সমস্যা সাহায্য চাই

আমার কম্পিউটার চালু করলেই  Data execution Prevention নামে নিচের মেসেজ আসছে। এটা মনে হয় কোন ভাইরাস। ক্লোজ করলে কম্পিউটার হ্যাং হয়ে যাচ্ছে।

রিস্টার্ট ছাড়া আর কাজ করছে না। কি করব? কেউ কি এটার কারণ জানেন? কেন এমন হচ্ছে সেটা বুঝতে পারছি না।
সমস্যা

আশা করি আপনারা পরামর্শ দিবেন।

Level 0

আমি ইসমাইল এ কে বি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার পিসিতে কোন এন্টিভাইরাস ইন্সটল করা আছে কি…..???
না থাকলে ইন্সটল করে নিন…. তবে এক্ষেত্রে ‘বিট-ডিফেন্ডার টোটাল সিকিউরিটি ২০১০’ ভালো কাজ দেয়…
তবে একটা কথা কি জানেন…. ভাইরাসে সিস্টেম একবার ধরে ফেললে সেটা ১০০% ঠিক করা অনেক ঝামেলার…..

আমি এভিরা এন্টি ভাইরাস ইউজ করছিলাম নিয়মিত। ইদানিং উইন্ডোজ সেট আপের পর কয়েকদিন যাবত ইন্সটল করি নি। কয়েকদিন আগে ইয়াহু মেসেঞ্জারে একটা অফলাইন মেসেজ এসেছিল। সেখানে লেখা ছিল “is it your photo?” সেখানকার লিঙ্কে ক্লিক দিয়েছিলাম। তার পরের দিন থেকে এ সমস্যা।

    ভাইজান,
    এখন আপনার উইন্ডোজ না দিলে আপনি এই সমস্যা হতে কোনভাবেই পুরোপুরি মুক্তি পাবেন না। কারণ, আপনার কম্পিউটারটি ভাইসার দ্বারা আক্রান্ত হয়েছে। আর একবার যদি ভাইরাস অপারেটিং সিষ্টেমে এ্যাক্টিভেট হয়ে যায় তাহলে এ থেকে মুক্তির কোন উপায় নেই। তবে, আপনি আবার যখন উইন্ডোজ ইনষ্টল করবেন, তার পরে অবশ্যই প্রথমে ফোল্ডার অপশন শো করে উইন্ডোজ এক্সপ্লোরার দিয়ে হার্ড-ড্রাইভে প্রবেশ করবেন এবং হিডেন অবস্থায় যদি অটোরান.inf নামের কোন ফাইল থাকে তাহলে অবশ্যই তা ডিলেট করে কোন আপডেট এ্যান্টিভাইরাস দিয়ে ভালো করে স্ক্যান করে নিবেন। আশাকরি, এর পরে আর কোন সমস্যা হবে না। কোন সমস্যা অবশ্যই জানাবেন।

    ধন্যবাদ আপনাকে।

    সুমন ভাই,
    জি, এর পরে উইন্ডোজ সেট আপ দিয়েছি। সেট-আপ দেয়ার পর আর এ সমস্যা ছিল না। এভাবে উইন্ডোজ সেট-আপের দুই তিনদিন পর আবার দেখলাম এটা এসেছে। তবে, পুণরায় দেখার পর কম্পিউটারের সিস্টেম রিস্টোর করলাম। তখন থেকে এখন পর্যন্ত অবশ্য ১৫/২০ ঘন্টার মধ্যে আর আসতে দেখিনি। আবার আসবে কিনা বুঝতে পারছি না।

1. Click Start, click Run, type sysdm.cpl, and then click OK.
2. Click the Advanced tab, click Performance, and then click Settings.
3. In Performance Options, click the Data Execution Prevention tab, and then click Add.
4. In the Open dialog box, locate and then click the program.
5. Click Open, click Apply, and then click OK. When you are prompted to restart your computer, click OK.