আমি কিছুদিন পুর্বে একটি লেক্সমাক প্রিন্টার কিনেছিলাম , বাসাতে এসে যথারীতি ধাপে ধাপে প্রিন্টার সেটাপ দিলাম। কিন্তু কোন পেজ প্রিন্ট করার সময় Print Cartidge Alligment সহ আরো কয়েকটি ম্যাসেজ আসে।কার্টিজ খুলে কয়েকবার চেকাপ করার পরও আমি অনেক চেষ্টা করেও এর সমাধান করতে পারি নাই। যদি কোন টিউনার ভাইয়া এ সমস্যার সমাধান দেন তাহলে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো।
আমি Kanchan Sharma। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 150 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
“Print Cartridge Alignment সহ আরো কয়েকটি ম্যাসেজ আসে “এ প্রক্রিয়া শুধুমাত্র প্রথম সেটআপ এবং কার্টিজ খুলে আবার লাগালে হবে । একবার এ Print Cartridge Alignment প্রিন্ট সম্পুর্ন শেষ হলে আর হবার কথা না । আর যতবার Cartridge খুলে লাগাবেন ততোবার Print Cartridge Alignment প্রিন্ট হবে । এটি বন্ধ করতে হলে Printer properties এর মধ্যর printing preference থেকে Print Cartridge Alignment printing কে ডিজেব্যাল করে দিতে হয় ।