আমি আজ বেশ কিছুদিন ধরে আমি Windows-এ Boot করা নিয়ে সমস্যায় আছি।এটা প্রথম হয়েছিল Mac OS ইন্সটল করার পর থেকে।আমি Windows XPএর পাশাপাশি অন্য একটি Extended Partition এ Mac OS ইন্সটল করি।ইন্সটল করার পর Mac কাজ করেনি,বরং PC চালু হবার পর Boot Screen এ Bios Version সহ নিম্নলিখিত Message আসে-
"PXE-E61 : media test failure,check cable
PXE-MOF : Exiting PXE Rom
Boot failure"
এর পর আমি যে Drive এ Mac ইন্সটল করেছি তা ফরম্যাট করি।তারপরও একই Message দেখায়।
কিন্তু হিরেন বুট সিডি ব্যবহার করে যদি "Boot from hard drive" দেই,তাহলে Windows XP স্টার্ট হয়ে Login হয় এবং আগের মতো সব কাজ করা যায়।এর কিছুদিন পর আমি আমার Windows Xp-র ইন্সটলেশন ড্রাইভও ফরম্যাট করে নতুন করে সেটআপ দেই।তাতেও একই Message দেখিয়ে Boot হয় না,কিন্তু হিরেন বুট সিডি ব্যবহার করে Boot করতে পারি।এই ঝামেলার পর হিরেন বুট সিডির "CMOS Kill" সফটওয়্যার দিয়ে CMOS এর ডাটা মুছে দেই এবং Bios Info রিফ্রেশ করি,এতে করে আমার সমস্যার সমাধান হয়। Windows XP হিরেন বুট সিডি ছাড়াই নিজে নিজে Boot করতে পারছিল এবং সেই সাথে কাজ করছিল।
কিছুদিন পর আমি Windows XP মুছে Windows7 ইন্সটল করি,এটাও ঠিকঠাকভাবে কাজ করছিল।কিন্তু আবারও কিছুদিন পর সমস্যায় পরে যাই 🙁 এবার Boot Screen এ কোন Message আসে না,কিন্তু Screen কালো হয়ে থাকে এবং Windows চালু হয় না।এবার CMOS Kill করেও কোন কাজ হচ্ছে না,কিন্তু হিরেন বুট সিডি দিয়ে "Boot from hard drive" দিয়ে নয় বরং "Boot Windows 7 from Hard drive" নামে যে অপশন আছে তা দিয়ে চালু করতে হয়।
কেউ কি আমাকে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় বলে দিতে পারবেন?আমি এখন Windows 7 রি-ইন্সটল করতে চাইছি না।যদি কেউ কোন ভাল উপায় জেনে থাকেন বা আমার PC-র সমস্যা বুঝতে পারেন পারেন,তবে Plz তা জলদি শেয়ার করুন।
অতিরিক্ত তথ্য : আমি Windows XP ইন্সটল করেছিলাম C ড্রাইভে,Mac OS করেছিলাম D ড্রাইভে।বর্তমানে Windows 7 আছে C ড্রাইভে।আমার Motherboard হচ্ছে Intel DG31PR।
"বিশেষ অনুরোধ : Windows 7 এর Taskbar এ Windows Media Player-এর Toolbar যুক্ত করার কোন উপায় থাকলে বলুন এবং Windows 7 এ Audio Player গান চালানোর সময় তা হাল্কাভাবে একটু পর পর বাড়ছে-কমছে;এটাও জানা থাকলে শেয়ার করুন 😛 আমি বিভিন্ন Windows 7 ব্যবহার করেও একই সমস্যা হয়েছে।"
আমি Fortune Hunter। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 277 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
windows 7 start up recovery consul ব্যবহার করে দেখতে পারেন ।