আমি একটি বিষয় সম্মন্ধে জানতে চাচ্ছি অনেক দিন ধরে। কিন্তু, আমি চেষ্টা করছিলাম যে কোনভাবে পারি কি না? কিন্তু, আমি পারি নাই। তাই, এখন আপনাদের সরনাপর্ণ হয়েছি।
আমি কিভাবে আমার ওয়ার্ডপ্রেসে তৈরী ব্লগের জন্য টেকটিউনসের মতো অ্যাডমিন প্যানেল তৈরী করবো আমার সাইটের পাঠকদের জন্য। যেন তারা টেকটিউনসের মতো যেন আমার ব্লগেও পাঠকেরা তাদের লেখা পোষ্ট করতে পারে? এটা জন্য কি কোন প্লাগিন আছে ওয়ার্ডপ্রেসের?
দয়াকরে আমাকে একটু সাহায্য করুন। আমি অপেক্ষায় থাকলাম আপনাদের সাহায্যের জন্য। 🙁
আমি সুমন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 245 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
My Name Is "SuMoN". I'm Study in "Computer Science & Engineering". I Live in Dhanmondi, Dhaka, Bangladesh.
ভাই এটাতো একদম সোজা , আমার সাইটে আমি করেছি
এজন্য আপনাকে যা করতে হবেঃ
প্রথমে আপনার সাইটের ড্যাসবোর্ডের লগিন করুন
সেটিংস সমুহ ( Settings )– সাধারন সেটিংস ( Genaral settings )– যে কেউ নিবন্ধন করতে পারবে( Anyone can register )এ টিক দিতে হবে
নতুন ব্যবহারকারীর ডিফল্ট পদবী (New User Default Role ) এ লেখক (Contributor ) দিতে হবে।
ব্যস হয়ে গেল
কেউ নিবন্ধন ( Register ) করলে লিখতে পারবে