সাহায্য চাই (বায়োস ভুলে গিয়ে পিসি অটো স্টার্ট হয়)

আসসালামু আলাইকুম।

টেকটিউনস্ পরিবারের সকলকে সালাম ও ধন্যবাদ জানিয়ে শুরু করছি। টেকটিউনস্ থেকে তো অনেক কিছু শিখলাম ও জানলাম। একটি সমস্যার সমাধান চেয়ে আজ টেকটিউনস্ এর সামনে হাজির হলাম। আমার দুটি পিসি যার একটি Asrock 865 Chipset Motherboard, 500gb SATA HDD, 255mb RAM & 1.4GHz P4 Processor এবং অপরটি HP D220MT Brand PC যাতে 2.67 GHz P4 Processor, 512mb RAM, 40GB PATA HDD লাগানো আছে। দুটো পিসিই এসি পাওয়ার দেওয়ার সাথে সাথে অটো স্টার্ট হয় এবং বায়োস সেটাপ ভুলে যায়। আমি বায়োস ব্যটারী পরিবর্তন করে, পাওয়ার সাপ্লাই পরিবর্তন করে, বায়োস থেকে Auto Start on AC Power Loss/Full Reset on AC Power Loss অপশন ডিজেবল করে এমনকি বায়োস আপডেটও করে দেখেছি। সমস্যার সমাধান করতে পারিনি। কারো জানা থাকলে এ সমস্যা থেকে মুক্তির উপায় জানানোর জন্য অনুরোধ করছি।

Level New

আমি রাকিবুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনার পিসির মাদার বোর্ডের মধ্যে একটি ঘড়ির বেটারি আছে ওটা খুলে ১০ থেকে ২০ মিনিট রাখুন, তারপর আবার আগের মত লাগান দেখবেন কাজ হয়েও যেতে পারে।

@Faruqe ধন্যবাদ ভাই। আমি এ কাজটা করেছি। তবুও আপনার কথামত কাজটি আবারও করে দেখি।

@Faruque সমাধান হয়নি ভাই। আপনার কথা মতো 30 মিনিটেরও বেশি সময় ব্যাটারী খুলে রেখে চেষ্টা করলাম। একই অবস্থা।

Level New

সমস্যাটা আমার পিসিতেও হচ্ছে,সমাধান পাচ্ছি না।

    @hadinoyan: ভাই সমস্যাটা অনেকদিন যাবত ভুগছি। যদি কোন সমাধান পান দয়া করে জানাবেন।

Level New

Apnar problem ta maybe ram a, bhalomoto porishkaar kore abar lagie dekhte paren.

    @অয়ন: ধন্যবাদ ভাই। কিন্তু শুধু RAM পরিস্কার না। RAM স্লট পরিস্কার করেছি এবং RAM পরিবর্তন করেও দেখেছি। সমাধান পাইনি। ভাই দয়া করে কেউ একটু সাহায্য করেন।

আপনার মাদারবোর্ডের ক্যাপাসিটরগুলো নষ্ট হয়ে গেছে। দেখবেন মাদারবোর্ডের কতগুলো ক্যাপাসিটর এর মাথা একটু উপরের দিকে উঠানো আর কতগুলো লেভেল। যেগুলা লেভেল সেগুলা ঠিক আছে। যেগুলার মাথা উপরের দিকে উঠে গেছে সেগুলা নষ্ট। আশা করি উপকারে আসবে।

    @Omur_Mohammad_Faruk: মাদারবোর্ডে ফুলে যাওয়া বা মাথা উপরে ফুলে উঠে আসা কোন ক্যাপাসিটর দেখা যায় নাই। ধন্যবাদ ভাই, অন্য কোন সম্ভাবনা থাকলে একটু জানাবেন।