আসসালামু আলাইকুম।
টেকটিউনস্ পরিবারের সকলকে সালাম ও ধন্যবাদ জানিয়ে শুরু করছি। টেকটিউনস্ থেকে তো অনেক কিছু শিখলাম ও জানলাম। একটি সমস্যার সমাধান চেয়ে আজ টেকটিউনস্ এর সামনে হাজির হলাম। আমার দুটি পিসি যার একটি Asrock 865 Chipset Motherboard, 500gb SATA HDD, 255mb RAM & 1.4GHz P4 Processor এবং অপরটি HP D220MT Brand PC যাতে 2.67 GHz P4 Processor, 512mb RAM, 40GB PATA HDD লাগানো আছে। দুটো পিসিই এসি পাওয়ার দেওয়ার সাথে সাথে অটো স্টার্ট হয় এবং বায়োস সেটাপ ভুলে যায়। আমি বায়োস ব্যটারী পরিবর্তন করে, পাওয়ার সাপ্লাই পরিবর্তন করে, বায়োস থেকে Auto Start on AC Power Loss/Full Reset on AC Power Loss অপশন ডিজেবল করে এমনকি বায়োস আপডেটও করে দেখেছি। সমস্যার সমাধান করতে পারিনি। কারো জানা থাকলে এ সমস্যা থেকে মুক্তির উপায় জানানোর জন্য অনুরোধ করছি।
আমি রাকিবুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার পিসির মাদার বোর্ডের মধ্যে একটি ঘড়ির বেটারি আছে ওটা খুলে ১০ থেকে ২০ মিনিট রাখুন, তারপর আবার আগের মত লাগান দেখবেন কাজ হয়েও যেতে পারে।