টেকটিউনস কে ধন্যবাদ। ধন্যবাদ অভিজ্ঞ টিউনারদের। অতপর একটি সমস্যার সমাধান চাইছি।

টেকটিউনস কে ধন্যবাদ। কারণ এখন থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। সেই সাথে অভিজ্ঞ টিউনারগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। কারণ উনাদের লেখা থেকেই শেখার পথটা দেখতে পেরেছি। আমি ওয়াডপ্রেসে সফলভাবে একটি ওয়েবসাইট বানিয়েছি। এর কৃতিত্ব শুধুমাত্র টেকটিউনস ও এর অভিজ্ঞ টিউনারদের।

এখন যে সমস্যায় পড়েছি তা হচ্ছে-  আমি গুগলে আমার ওয়েবের URL সাবমিট করেছি। সাইটম্যাপও ঠিক মতো করেছি। কিন্তু আমার উক্ত ওয়েবসাইটের URL লিখেও গুগলে সার্চ দিলে আমার ওয়েব দেখাচ্ছে না। প্রথমে একদিন দেখাচ্ছিলো কিন্তু পরে থেকে আর দেখাচ্ছে না। অভিজ্ঞজনেরা প্লিজ জানাবেন কেন এই সমস্যা হচ্ছে। এটা কি ফ্রি হোষ্টিং এর জন্য হচ্ছে? আমি বক্সহোষ্ট থেকে ডোমইন নিয়েছি। সাহায্যের জন্য অগ্রীম ধন্যবাদ।

আমার ওয়েবসাইট

Level 0

আমি আজম মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আমি একটু বলতে যাই। গুগুল আপনি খুজতে হবে না। গুগুল আপনাকে খুজে নিবে। গুগুল ওয়েভ বট প্রতি দিন না হলে আপনাকে ৫০ বার খুজে । তবে আমার কেন যানি মনে হয়ে আপনি সার্চ ইন্জিন সার্চ অপশন বন্ধ রেখেছেন হয়তবো।
settign allow করুন সার্চ অপশন। তার পর যদি না হয় । তাহলে ২/৩ দিন পর ওয়েভ মাষ্টার টুলুস ব্যবহার করুন গুগুল । আপনার সাইটে সিও পাল্গিন লাগানে আছে =আমি দেখলাম। ওখানে ওয়েভ মাষ্টার টুলস কোট লাগান। গুগুল সাইট নিজেই ইনডেস্ক করে। এই জন্য আপনাকে কষ্ট করতে হবে না। তাদপুরি আমি যে কথা গুলো বল্লাম তা আপনাকে পরামর্ষ দিলাম মাত্র । ভাল থাকুন।

    @bd99.tk: আপনার ওয়েবসাইটটি দেখলাম, খুবই ভালো লাগলো।

    সার্চ ইঞ্জিন অপশন চালু করা আছে ভাইয়া। এটা আমি কয়েকবার চেক করেছি। ওয়েবমাষ্টার টুলস ব্যবহার করেই তো url সাবমিট করেছি। দেখি আরো কয়েকদিন কি হয়। আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

আপনার ওয়েবসাইটটি এখনো পরিপূর্ন হয়নি।
আপনার ওয়েবসাইট .TK ডোমেইন এর, যেটা মোটেও সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি নয়।
আপনার ওয়েবসাইটের ভালোভাবে এসইও করা হয় নি।

ফলাফলঃ গুগলে আপনার সাইট ইনডেক্সড্‌ হওয়ার পরও সার্চ করে, এমনকি সাইটের URL দিয়ে সার্চ করেও খুজে পাওয়া যায় না।

আপনি সাইটের ডেভলপ সম্পূর্ন করুন, নিয়মিত ইউনিক কোয়ালিটি কনটেন্ট যোগ করুন, এসইও করুন (টিটিতে অনেক টিউটোরিয়াল পাবেন) এবং চেষ্টা করুন একটি টপ লেভেল ডোমেইন (যেমন .COM .ORG .NET ) কিনতে।

    @rabiul islam: সহযোগিতাপূর্ণ মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আমারও মনে হয়েছে এটা হোষ্টিংগত সমস্যা। .tk ডোমেইন সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি নয় এটার সাথে আমি পুরোপুরি নয় কিছুটা একমত। কারণ এই রকম ডোমইন গুগলে সার্চ করে পাওয়া যায়ও। আর আমি কিন্তু খুব ভালো ভাবেই সকল অনপেইজ এসইও করেছি। শুধু কনটেন্ট সংখ্যা কম এটা মানছি। অবশ্য এখন কনটেন্ট ইজ দ্যা কিং। কিন্তু ইউআরএল দিয়েও গুগলে খুজে পাওয়া যাচ্ছে না এটাই বড় টেনশনের কথা। আবার এক দিন প্রায় ১০ ঘন্টার বেশি সময় গুগলে পাওয়া যাচ্ছিল। তাহলে কি গুগল কোন কারনে ব্যান করে দিলে আমার ওয়েব?
    কীওয়ার্ড ডেনসিটি হয়তো কিছুটা বেশি হয়ে গেছে। কিন্তু এটাও মাত্রা ছাড়িয়ে যায় নি। বুঝতে পারছি না সমস্যা কোথায়।

    যাক, ভালো থাকুন। দোয়া চাই যেন সমস্যা ঠিক হয়ে যায়।

TK ডোমেইন মনে হয়না ইন্ডেক্স করবে। 🙁

    @ব্লগার মারুফ: আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না যে আমার মতো একজন সামান্য মানুষের পোষ্টে আপনি কমেন্ট করেছেন। আপনার ব্লগটি আমি বুকমার্ক করে রেখেছি। নিয়মিত আপনার সািইট ভিজিট করি। অনেক কিছু আপনার কাছে থেকেও শিখেছি। আপনার শ্রদ্ধাপূর্ণ সালাম।

    ভাইয়া, tk তো গুগল ইনডেক্স করেছে। তবে তুলনামূলক কম ইনডেক্স করে। কিংবা কিছু দিন পর হয়তো ব্যান করে দেয় বলেই আমার মনে হচ্ছে। ইনডেক্স করে এই জন্য বলছি- এই পোষ্টের প্রথম কমেন্টকারী বড় ভাইয়ার ওয়েব bd99.tk গুগলে সার্চ করে পাওয়া যাচ্ছে।

    বাই দ্যা বাই, আপনি ভালো থাকুন। আপনি আমার প্রিয় মানুষের একজন।

      @আজম মাহমুদ: ভাই আমিও কখনও ভাবতে পারিনাই যে আমার মত ছোট মানুষের এতো বড় ভক্ত আছে। আসলেই আমি এখনও বিশ্বাস করতে পারছিনা। যাই হোক, আমি এসইও খুব একটা জানি এমন নয় তাই সন্দেহ মূলক কমেন্টই করলাম। আসলে ইন্ডেক্স করলেই হয়না। এসইও মিশনে আমি মনে করি সাইটের পোস্ট যদি গুগল সার্চে প্রথম পেজে নাই আসে সেই সাইট ইন্ডেক্স করেই বা কি লাভ। আমি আগেই বলেছি আমি এসইও সম্পর্কে তেমন কিছু জানিনা। তবে আমি আমার সাইট গুগল ফ্রন্টে আসার পিছনে কিছু কথা বলি যা একান্ত নিজের অভিজ্ঞতা। আসলে ভাই শুধু নিয়ম অনুসারে এসইও করলেই হবেনা। এসইও করতে হবে সরবোচ্চ পজিশনে যাওয়ার টার্গেট নিয়েই। তাহলে প্রথমেই একটি প্রশ্নে আসেন, কেউ একটি পোস্ট সার্চ দিলে গুগল কেন আপনার পোস্টটি গুগলের ইন্ডেক্স করা হাজার হাজার কোটি সাইটের ভিড়ে আপনার সাইট প্রথমের দিকে দেখাবে? অবশ্যই গুগল আপনার সাইট পছন্দ করলে তবেই আপনাকে ভালো স্থান দিবে। আর আমার নিজের ভাষায় এই পছন্দ করানই হল এসইও। আর এইসব রীতিনীতি নিয়ম ধারা হল গুগল মামার পছন্দের তালিকায় যাওয়ার জন্য রেজিস্ট্রেশন মাত্র। তারপরে সঠিকভাবে এই বাধা ধরা কাজ কর্ম শেষে আপনাকে দিনের পর দিন মাসের পর মাস সাইট সুন্দর করে চালাতে হবে, ভিজিটর আনতে হবে এবং ভিজিটরকে আপনার সাইট ভালো লাগাতে হবে। আপনার সাইট কেবল প্রথম শুরু। পোস্ট মনে হয় ২-১ টি আছে। তাহলে এখন নিশয়ই আরও অনেক কাজ আছে বাকি? এক সময় হঠাৎ করে গুগল ঠিকই আপনাকে তাদের লিস্টে অন্তর্ভুক্তি করবে। কিন্তু আমি আপনাকে পরামর্শ দিব শুধু নিজের সাইটকে অন্তর্ভুক্ত করাকেই টার্গেট বানালে হবেনা। কারন আপনার সাইট যদি গুগলের সার্চ রেজাল্টে ভালো পজিশনে না আসে সেই ইন্ডেক্স করে লাভ কি? আবারো বলতেছি আমি সত্যিই এসইও ভালো জানিনা। নিজের ভাষায় কিছু অসম্পূর্ণ লেকচার পারলাম। আমি সারমর্ম হিসেবে বলতে চাই ঠিকভাবে সব সেটিংস করলে অবশ্যই ইন্ডেক্স করবে। চিন্তার বিন্দুমাত্র কারন নেই। আমরা বাহির থেকে বুঝতে পারব না হয়ত আপনি কি সেটিংস বাদ দিয়েছেন। তবে সাইট ঠিকভাবে সাজিয়ে লক্ষ্য বড় করে চেস্টা করুন। গুগল আপনার পায়ে পড়বেই ১০০%। যাই হোক, আমাকে অনেকেই ফোন করে কিন্তু আপনার মত ব্যক্তি কেন আমাকে এখনও ফোন করেননি বুঝতে পারলাম না। আজ আমি কথা দিচ্ছি যেকোন সমস্যায় আপনি আমাকে জানাবেন। আমার জানা থাকলে আমি তা আপনাকে জানাবই। অন্য কাউকে আমি হেল্প করি কিনা জানিনা আপনাকে হেল্প করবই। অনেক অনেক রেস্পেক্ট আপনাকেও।

        @ব্লগার মারুফ: আগেই কৈফিয়ত দিই কেন আপনাকে ফোন করিনি। এতো জানা মানুষ নিশ্চয় অনেক ব্যস্ত থাকবেন। সেই সাথে আরো বড় বিষয় হলো আপনার মতো অভিজ্ঞজনের ফোনে ফোন দেয়ার জন্যও নিজের কিছু যোগ্যতা থাকতে হয়। সব মিলিয়ে ঠিক ফোন দেয়া হয়নি। কিন্তু আপনার ওয়েবসাইট আমার এন্ড্রোয়েড এর ইউসি ব্রাউজারের স্পিড ডায়াল বুকমার্ক এ রাখা আছে।

        আপনার সাথে আমি পুরোপুরি একমত। এবং শেষমেশ কিছুটা হলেও সাহস ফিরে পাচ্ছি। আমি খুব চিন্তিত এই জন্য যে, আমার ওয়েব গুগলে URL দিয়েও খুঁজে পাচ্ছে না কেন? এরপরের সব কথাগুলো ঠিক, আমার ওয়েবসাইট যদি ভিজিটর ধরে রাখার যোগ্যতা অর্জন করতে না পারে তাহলে শুধু ইনডেক্স দিয়ে কি হবে। তবে এটা আমার একবারেই প্রথম অবস্থায় তৈরী করা একটা ওয়েব। কয়েক দিন পরেই ডোমইন কিনে ওয়েব বানাবো। এই অভিজ্ঞতাগুলো নিশ্চয় তখন কাজে দিবে।

        ভালো থাকবেন। আরো অনেক কিছু শিখে নিবার চেষ্টায় আছি, আপনার কাছে।

          @আজম মাহমুদ: হুম, ভাই আমাকে এভাবে লজ্জা দিবেন না। আমি কোন বড় মানুষ না। আমি একজন সাধারণ কিশোর। কলেজ যাই আসি, পড়াশুনা করি+ঘরে বসে পিসিতে টুকটাক কাজ করি। আর আমি বলি কি, আপনি এসব সাব ডোমেইন+ফ্রি হোস্টিং এ কখনও ভালো ফলাফল আশা করবেন না শুধু ইচ্ছে মত এই হোস্টিং, ডোমেইন দিয়ে হরদম প্রাকটিস চালান। ফ্রি ডোমেইন, হোস্টিং এ কাঙ্ক্ষিত ফলাফল কখনই ১০০% পাবেন না। শেখার পর আস্তে আস্তে ডোমেইন হোস্টিং কিনে সাহস করে কাজ করবেন। আপনি যদি ফ্রি ডোমেইন হোস্টিং এ ভালো ফল আশা করেন তাহলে তো যারা মাসে, বছরে ব্লগ কিংবা ওয়েব সাইটের পিছনে হাজার হাজার টাকা ব্যয় করে সেই টাকার তো কোন মূল্যই থাকত না। আমিও ফ্রিতেই কাজ শুরু করেছিলাম বিভিন্ন ফ্রি ওয়েব সাইটে। আপনি বিশ্বাস করবেন কিনা জানিনা, এখন পর্যন্ত টাকার সমস্যার কারণে ডোমেইন ছাড়া হোস্টিং কিনতে পারিনি। হোস্টিং না থাকায় ওয়ার্ডপ্রেস কাজ জেনেও একটী ডোমেইন নিয়ে এখনও আমার ব্লগটা ব্লগস্পটে রেখেছি। কিন্তু এই ছোট ব্লগস্পটেও ভালো রেজাল্টে আছি। আর এখন মোটামুটি স্বাবলম্বী। আর ১৭ বছর বয়সে একজন কিশোরের সাবলম্বী হওয়া কত বড় পাওয়া! শুধুই বলব, প্রাকটিস করুন আর প্রাকটিস করুন। একটু ঘাম পড়া ছাড়াই যদি আপনি কোন সমস্যা সমাধান করেন তাহলে সেই পাওয়ার মজা নেই আসলে। ঘাম ঝড়ানো পরিশ্রম করুন, চেস্টা করুন, আর চেস্টা করুন।

@ব্লগার মারুফ: আর অভয় যখন দিয়েছেন, ভবিষ্যতে অবশ্যই ফোন দিবো। সমস্যায় পড়লেই। আবারও শুভকামনা।

😀 😀 😀 অবশেষে আজম ভাই সফল । 😀 😀 😀