টেকটিউনস কে ধন্যবাদ। কারণ এখন থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। সেই সাথে অভিজ্ঞ টিউনারগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। কারণ উনাদের লেখা থেকেই শেখার পথটা দেখতে পেরেছি। আমি ওয়াডপ্রেসে সফলভাবে একটি ওয়েবসাইট বানিয়েছি। এর কৃতিত্ব শুধুমাত্র টেকটিউনস ও এর অভিজ্ঞ টিউনারদের।
এখন যে সমস্যায় পড়েছি তা হচ্ছে- আমি গুগলে আমার ওয়েবের URL সাবমিট করেছি। সাইটম্যাপও ঠিক মতো করেছি। কিন্তু আমার উক্ত ওয়েবসাইটের URL লিখেও গুগলে সার্চ দিলে আমার ওয়েব দেখাচ্ছে না। প্রথমে একদিন দেখাচ্ছিলো কিন্তু পরে থেকে আর দেখাচ্ছে না। অভিজ্ঞজনেরা প্লিজ জানাবেন কেন এই সমস্যা হচ্ছে। এটা কি ফ্রি হোষ্টিং এর জন্য হচ্ছে? আমি বক্সহোষ্ট থেকে ডোমইন নিয়েছি। সাহায্যের জন্য অগ্রীম ধন্যবাদ।
আমি আজম মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আমি একটু বলতে যাই। গুগুল আপনি খুজতে হবে না। গুগুল আপনাকে খুজে নিবে। গুগুল ওয়েভ বট প্রতি দিন না হলে আপনাকে ৫০ বার খুজে । তবে আমার কেন যানি মনে হয়ে আপনি সার্চ ইন্জিন সার্চ অপশন বন্ধ রেখেছেন হয়তবো।
settign allow করুন সার্চ অপশন। তার পর যদি না হয় । তাহলে ২/৩ দিন পর ওয়েভ মাষ্টার টুলুস ব্যবহার করুন গুগুল । আপনার সাইটে সিও পাল্গিন লাগানে আছে =আমি দেখলাম। ওখানে ওয়েভ মাষ্টার টুলস কোট লাগান। গুগুল সাইট নিজেই ইনডেস্ক করে। এই জন্য আপনাকে কষ্ট করতে হবে না। তাদপুরি আমি যে কথা গুলো বল্লাম তা আপনাকে পরামর্ষ দিলাম মাত্র । ভাল থাকুন।