২৫ টাকায় ৩দিন আনলমিটেড ইন্টারনেট ব্যাবহার করুন-সত্য নাকি মিথ্যা জানতে চাই।

নিচের লেখাটি http://www.alamger.tk সাইট থেকে কপি করে লেখা হয়েছে।আমি জানতে চাই এই তথ্য কতটুকু সত্য?আমি এই প্রদ্ধতি ইউজ করতে গিয়ে ব্যার্থ হয়েছি।এই সাইটে আরো অনেক লেখা দেখেছি যা বিভিন্ন সাইট থেকে কপি করা হয়েছে।লেখাগুলোর প্রকৃত লেখক কে তা নিয়ে আমার মনে সন্দেহ আছে।
সে যা হোক,আমি নিচের পোষ্টটি কতটা সত্য অথ্যাৎ এমন কোন নিয়ম কি সত্যি আছে? নাকি শুধু শুধু হয়রানি করা হচ্ছে।
ধন্যবাদ্।

""""844 copy২৫ টাকায় ৩দিন আনলমিটেড ইন্টারনেট ব্যাবহার করুন

কি শুনে অবাক হচ্ছেন তো।
আসলেই সত্য কথা এটি আমি নিজে ব্যাবহার করতেছি এটি বর্তমানে।
তবে যারা গ্রামিন ফোন সিম দিয়ে ইন্টারনেট ব্যাবহার করে তারাই এই সুবিধা ভোগ করতে পারবে।
কাজটি করতে গেলে যা প্রয়োজন হবে।
প্রথমে গ্রামীন ফোনের একটি প্রিপেইড সিম থাকতে হবে।
তারপর একটি জাভা সমথিত মোবাইর থাকতে হবে।যেমন-Nokia-Samsung-Motorola-SonyEarisson-Symence ctc.
আমি নিজে নোকিয়া ৩১১০ ও এন ৭০ দিয়ে করেছি।
সেটে সিমটি লাগিয়ে ১২১ এ কল দিয়ে। ৩টি internet configuration, (Gp-wap,gpinternet,gpmms)এবং p1 সার্ভিস চালু
করে নিতে হবে।*আগে করা থাকলে ও হবে।
এবার আপনার সিমে ৪০ টাকা ব্যালেন্স থাকতে হবে।(সার্ভিসটি চালু হলে ২৫টাকা কাটবে শুধু।
মোবাইলের ইন্টারনেট সেটিং এ গিয়ে Gp-wap একটিভ করে নিন।(মনে রাখবেন Gp-wap একটিভ না থাকলে কিন্তু লিংকে ঢুকতে পারবেন না)
তারপর মোবাইল ম্যাসেজ অপশন এ গিয়ে লিখুনSend
ফিরতি ম্যাসেজে একটি লিংক দিবে।
সে লিংক এ ঢুকে একটু নিচে লেখা থাকবে change password click here তখন এখানে ক্লিক করে
পার্সওয়ার্ড পরিবর্তন করতে হবে।
পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়মঃ উদাহররণ (A2bbbbbb)
প্রথমে new password এর ঘরে A-Z এর মধ্যো বড় হাতের যে কোন একটি অক্ষর দিন।
তাপর ১-৯ এর মধ্যো থেকে একটি সংখ্যা, তারপর a-z এর মধ্যো থেকে ৬টি ছোট হাতের যে কোন অক্ষর বসিয়ে দিন
একইভাবে confrom password এর ঘরে ও আগের মত করে বসিয়ে দিন।
তারপর নিচের সাবমিট বোতামে ক্রিক করুন।
সাবমিট হওয়ার সাথে সাথে নতুন পেজ ওপেন হলে মোবাইলের লাল বোতাম চেপে কেটে বাহির হয়ে আসুন।
সাথে সাথে আপনার মোবাইলে ৩টি নতুন ম্যাসেজ আসবে।
ম্যাসেজ ওপেন করে দেখুন ৩দিন এর ইন্টারনেট এ্যাকটি ভিশন সর্ম্পেকে জানান হয়েছে।
তারপর আপনি এটিকে মডেম হিসাবে ব্যাবহার করে দেখন। আপনার ব্যালেন্স থেকে কোন টাকা কাটছে না।
যদি সার্ভিস টি চালু করতে কোন সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন্।
মোবাইল-+৮৮০১৯২৩৮৬৮০১৬
সার্ভিস টি প্র্র্র্রতি মাসে একটি সিমে একবার ব্যাবহার করা যাবে।
Posted by Alamger at 06:57
Labels: ইবুক
844 copy২৫ টাকায় ৩দিন আনলমিটেড ইন্টারনেট ব্যাবহার করুন

কি শুনে অবাক হচ্ছেন তো।
আসলেই সত্য কথা এটি আমি নিজে ব্যাবহার করতেছি এটি বর্তমানে।
তবে যারা গ্রামিন ফোন সিম দিয়ে ইন্টারনেট ব্যাবহার করে তারাই এই সুবিধা ভোগ করতে পারবে।
কাজটি করতে গেলে যা প্রয়োজন হবে।
প্রথমে গ্রামীন ফোনের একটি প্রিপেইড সিম থাকতে হবে।
তারপর একটি জাভা সমথিত মোবাইর থাকতে হবে।যেমন-Nokia-Samsung-Motorola-SonyEarisson-Symence ctc.
আমি নিজে নোকিয়া ৩১১০ ও এন ৭০ দিয়ে করেছি।
সেটে সিমটি লাগিয়ে ১২১ এ কল দিয়ে। ৩টি internet configuration, (Gp-wap,gpinternet,gpmms)এবং p1 সার্ভিস চালু
করে নিতে হবে।*আগে করা থাকলে ও হবে।
এবার আপনার সিমে ৪০ টাকা ব্যালেন্স থাকতে হবে।(সার্ভিসটি চালু হলে ২৫টাকা কাটবে শুধু।
মোবাইলের ইন্টারনেট সেটিং এ গিয়ে Gp-wap একটিভ করে নিন।(মনে রাখবেন Gp-wap একটিভ না থাকলে কিন্তু লিংকে ঢুকতে পারবেন না)
তারপর মোবাইল ম্যাসেজ অপশন এ গিয়ে লিখুনSend
ফিরতি ম্যাসেজে একটি লিংক দিবে।
সে লিংক এ ঢুকে একটু নিচে লেখা থাকবে change password click here তখন এখানে ক্লিক করে
পার্সওয়ার্ড পরিবর্তন করতে হবে।
পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়মঃ উদাহররণ (A2bbbbbb)
প্রথমে new password এর ঘরে A-Z এর মধ্যো বড় হাতের যে কোন একটি অক্ষর দিন।
তাপর ১-৯ এর মধ্যো থেকে একটি সংখ্যা, তারপর a-z এর মধ্যো থেকে ৬টি ছোট হাতের যে কোন অক্ষর বসিয়ে দিন
একইভাবে confrom password এর ঘরে ও আগের মত করে বসিয়ে দিন।
তারপর নিচের সাবমিট বোতামে ক্রিক করুন।
সাবমিট হওয়ার সাথে সাথে নতুন পেজ ওপেন হলে মোবাইলের লাল বোতাম চেপে কেটে বাহির হয়ে আসুন।
সাথে সাথে আপনার মোবাইলে ৩টি নতুন ম্যাসেজ আসবে।
ম্যাসেজ ওপেন করে দেখুন ৩দিন এর ইন্টারনেট এ্যাকটি ভিশন সর্ম্পেকে জানান হয়েছে।
তারপর আপনি এটিকে মডেম হিসাবে ব্যাবহার করে দেখন। আপনার ব্যালেন্স থেকে কোন টাকা কাটছে না।
যদি সার্ভিস টি চালু করতে কোন সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন্।
মোবাইল-+৮৮০১৯২৩৮৬৮০১৬
সার্ভিস টি প্র্র্র্রতি মাসে একটি সিমে একবার ব্যাবহার করা যাবে।
Posted by Alamger at 06:57
Labels: ইবুক""""

Level 0

আমি তারা ভরা রাতে।। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মেয়ে বলে আমি আর তুচ্ছু তাচ্ছিল্লের শিকার হতে চাই না।।যে কোন বিষয়ে,আমি আমার মত স্বাধীনভাবে প্রকাশ করতে চাই।।আমারও ভাল লাগা মন্দ লাগার গুরূত্ব দিতে হবে।।ঘরে বাইরে সর্বত্র আমি মুক্ত কন্টী পাখীর মত গাইতে চাই,নাচতে চাই।।দেশ ও সমাজ গঠনে পুরূসের পাশে আমাদের সমান অংশ গ্রহন প্রতিষ্টা করতে হবে।।প্রয়োজনে মৃর্ত্যু কে আলিঙ্গন...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি নকিয়া ২৭০০ ক্লাসিক সেট থেকে ডিজুস সীম দিয়ে ট্রাই করেছিলাম।পারি নি।

    আমি অনেক দিন ব্যাবহার করেছি। কজ হয়। বিস্তারিত 01723636490

আমি যত দূর জানি প্রথম দিকে হত … পরে জিপি এটা বন্ধ করে দিয়েছে |

    জানানোর জন্য ধন্যবাদ।তবে সাটটির কর্তৃপক্ষকে ফোন করেছিলাম,তিনি বললেন চালু আছে।সম্ভবত তিনি নিজেও জানেন না।

চালু আছে আমি নিজে ব্যবহার করি।

    কোনটা সত্য?আপনি কি ডিজুস নাকি স্মাইল সীম দিয়ে ব্যবহার করেন?প্লিজ বিস্তারিত বলুন।

ডিজুস , স্মাইল সবগুলোতেই হয়।
——————————-তথ্য একেবারে সত্য ৭\৮ বার এক্টিভ করেছিলাম। খুবই মজা। আর খুবই এক্টিভ করা খুবই সহজ।
অত কিছু করতে হয় না ওই টিউনার ভাই এক্টিভ প্রক্রিয়া কঠিন করে ফেলেছে। কেবল ব্যাকাপ লিখে সিন্ড এবং প্রাপ্ত লিঙ্কে ব্রাউজ করলে একটিভ ম্যাসেজ পাওয়া যাবে।
লিঙ্ক ব্রাউজের করার সময় ১০০কেবি এর বেশি ডাউনলোড হতে দিবেন না(কেটে দিবেন) কেননা তখন ২পয়সা\কেবি। এবং ওকে।
ইদানিং এক্টিভ হচ্ছে না। কাস্টমার কেয়ারে গিয়েছিলাম নিয়ে গেলে তারা করে দেবে বলেছে।

    বিষয়টা আপনি আরো জটিল করে ফেলেছেন!

    প্রথমে আপনি করার চেস্টা করুন উপরের প্রক্রিয়ায়।
    দুঃখিত জটিল করার জন্য।
    পরে বুঝবেন।

    উপরের প্রক্রিয়া বলতে কোনটার কথা বলছেন?যেটা আপনি দিয়েছেন সেটা নাকি আমি যেটা পোষ্ট করেছি।দুটোই তো উপরে তাই বুঝতে ঝামেলা হচ্ছে।

ম্যাসেজ এ কি লিখে কত নাম্বারে সেন্ড করব কিছুই পরিস্কার বুঝলামনা।
কেও কি পরিস্কার ভাবে সিস্টেমটা লিখবেন !!!!!?
দরকার হলে যিনি এই সিস্টেমটা সহজ ভাবে প্রকাশ করতে পারবেন তিনি একটা টিউন করে ফেলুন।।

Backup লিখুন Send to 6000
ফিরতি ম্যাসেজে একটি লিঙ্ক পাবেন।
প্রাপ্ত লিঙ্কে ব্রাউজ করলে একটিভ ম্যাসেজ পাওয়া যাবে। দুটো ম্যাসেজ পাবেন।
তিন দিন ফ্রি এজ লেখা থাকবে।
লিঙ্ক ব্রাউজের করার সময় ১০০কেবি এর বেশি ডাউনলোড হতে দিবেন না(কেটে দিবেন) কেননা তখন ২পয়সা\কেবি।

    প্রাপ্ত লিংকে প্রবেশ করেই বের হয়ে আসলে কাজ হবে।অর্থ্যাৎ লিংকে প্রবেশ করে আর কোন কাজ করতে হবে কি?একাউন্টে কত টাকা থাকতে হবে?এর পর কি কম্পিউটারে মডেম হিসেবে ব্যাবহার করা যাবে??

জিপি এটা বন্ধ করে দিয়েছে |…SURE…

আমার জানামতে তারা SIM blocked করে দেয়.
যা tt তে এক টিউনার বলেছিলেন। ভাই এই system আনেক পুরানো তাই সাবধানে চুরি করেন যদি হয় তো।

    কেহ বলছে SIM blocked করে দেয়. কেহ বলছে ব্যবহার করছে…… হায়রে মানুষ????

    try koran vaya ra try koran….
    jodi koho paran toba amaka akto boilan….
    wait korta si

খাইছে !
একজন কয় use করতেছি আরেকজন কয় বন্ধ করে দিছে আবার আরেকজন কয় নাকি সিম ব্লক কইরা দেয় !!!!
তৃতীয় জনের কথা শুইনা তো আত্তা শুইক্ক্যা গেলোগা।
ট্রাই করুম কি করুমনা কেও কিছু কন !!!

বন্ধ করে দিয়েছে/খোলা আছে/সিম ব্লক করে দেয় কোন বিষয়ে বলতে পারব না তবে আমি আগে ইউজ করতাম এখন পারিনা।

এটা সেটা না বলে,এমন কেউ থাকলে বলুন যে, “আমি ইউজ করছি।”অতীতে করতাম না বলে আজ করেছি এমন কেউ থাকলে বলুন।

এখন বোধহয় আর কাজ করে না। মানে ওরা তিনদিন ফ্রী এজ ছাড়াই ব্যকআপের প্যাকেজ দিচ্ছে।

Level 0

তারা ভরা রাতে , আপনাকে ভাইয়া না আপু বলব জানি না ??? তবে ভাইয়া বলি , যাই হক এটা নিয়া আমি টিউন করে ছিলাম, আশা করি এই লিংক্কে আপনার সকল উওর পেয়ে যাবেন, ধন্যবাদ । https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/20485/

Level 0

সত্য কথা,আমি ব্যবহার করি।