আস্সালামু আলাইকুম,
আশা করি আল্লাহর অশেষ কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। জীবনে যতটা দিন টিটির সঙ্গে থেকেছি একে শুধু পাঠশালা হিসেবেই ব্যবহার করেছি। ব্যক্তিগতভাবে আমি একজন ব্যবসায়ী। পাশাপাশি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে উদ্যোক্তা হিসেবে কাজ করি। ও হ্যাঁ আমার একটি কম্পিউটার ট্রেণিং সেন্টারও আছে। তাইতো বলি, এতকিছু করার পরও টিটিকে কেন আমার এতো ভালো লাগে। কারন, আজ এপর্যন্ত আসতে সবকিছুতেই টিটির অবদান রয়েছে। টিটির সব টিউনাররা আমার ওস্তাদ তাই তাদের টিউন পড়ে পড়েই দিন পার করে দিই। নিজে টিউন করার সাহস এবং সময় কোনটাই হয়ে উঠেনি। আপনারা আমাকে অনেক দিয়েছেন। তারপরও এনড্রয়েড সংক্রান্ত একটা জামেলায় পরে আবার আপনাদের দারস্থ হলাম। দয়া করে হেল্প করুন। কৃতজ্ঞ আছি এবং থাকব।
সমস্যা নং ১: আমি সবসময় নকিয়ার E-63 মডেলের একটা মোবাইল ইউজ করতাম। কিন্তু টিটিতে এত এনড্রয়েডের টিউন দেখে লোভ সামলাতে না পেরে স্যামসাংয়ের GT-S7562 মডেলের একটা ফোন নিই আমার পুরাতন হ্যান্ডসেটটা বিক্রি করে। আর তাতেই সব গন্ডগোল। নকিয়াতে করা Whatsapp এর একাউন্টটা ভূলবশত ডিলেট করিনি। এখন এনড্রয়েডে কানেকশান দিতে চাইলে নাম্বার ভেরিফিকেশান হয়, প্রোফাইল পিকচার এবং ডিসপ্লে নেম দিতে বলে দিই মাগার নেক্সট দেওয়ার পর Initializing আসার পর Force close হয়ে যায়। উল্লেখ্য যে, সেটিংস থেকে ডাটা ক্লিয়ার করেছি, রি-ইনস্টল করেছি, আপডেট করেছি। কিন্তু ফলাফল একই।
সমস্যা নং ২: সদ্য কেনা এই সেটের ড্রাইভার খুজে পাচ্ছিনা। PC তে কানেকশান দিলে মিডিয়া ড্রাইভ/ক্যামেরা হিসেবে কানেক্ট হয়।গুগল মামার কাছে সাহায্য চেয়ে দু-একটা ডাউনলোড করে বিফল হয়েছি। একটা ভালো লিংক এবং কিভাবে কাজ করব বলে দিলে সুবিধা হয়।
প্রয়োজন: একটা ভালো কাস্টম রম (কিটক্যাটের হলে ভালো হয়)।
আমার ফোনের বর্তমান কনফিগারেশন: এনড্রয়েড ভার্সন: 4.0.4 (ICS)
ভূলভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখবেন.....
আমি Hannan Akash। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।