আমি গত এক মাস ধরে চেষ্টা করে যাচ্ছি ইন্ডিয়ান ভিসার এ্যাপয়েনমেন্ট ডেট পেতে। কিন্তু কোন ক্রমেই দিনে বা রাত কিংবা মধ্য রাতেও এ্যাপয়েনমেন্ট ডেট পাচ্ছি না। পরে গুগোলে ইন্ডিয়ান ভিসা এ্যাপয়েনমেন্ট ডেট লিখে সার্চ দিলাম এবং olx.com.bd ও bikroy.com সাইটে অনেক ব্যাক্তি/দালাল কে পালাম যারা টাকার বিনিময়ে ডেইট তৈরি করে দেয়।
কিন্তু এটা কি করে সম্ভব ? টেকটিউনে কি এমন কোন অসাধারণ ব্যাক্তি/টিউনার নেই যারা এই অনলাইন ডেইটের কৌশল জানেন বা পারেন ??
আমি প্রতু ভূঞাঁ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ইন্ডিয়ান হাইকমিশনের লোকজনই এই ব্যবস্থা করে রেখেছে। ১২০০-২০০০ টাকায় দালালরা ডেট এর ব্যবস্থা করে যার ভাগ হাইকমিশনের লোকজন পায়। সার্ভারে এক্সেস টাইম একটি নির্দিষ্ট সময়ে দেয়া হয়, আগেই দালালদের জানিয়ে দেয়া হয়। সময়টি খুব অল্প। ফলে কেউই দালাল ছাড়া ডেট পাবে না।প্রতিদিন এভাবেই ডেট পাচ্ছে ৩০০০ থেক ৪০০০ লোক।এবার হিসেব করুন কত টাকা আয় তাদের। এমনকি একদিনেও ভিসা পাওয়া সম্ভব, সেক্ষেত্রে ৫০০০০ টাকার মত লাগবে। আমরাই খারাপ।