ইন্ডিয়ান ভিসা এবং এ্যাপয়েনমেন্ট স্যমস্যার উপায় কি ?

আমি গত এক মাস ধরে চেষ্টা করে যাচ্ছি ইন্ডিয়ান ভিসার এ্যাপয়েনমেন্ট ডেট পেতে। কিন্তু কোন ক্রমেই দিনে বা রাত কিংবা মধ্য রাতেও এ্যাপয়েনমেন্ট ডেট পাচ্ছি না। পরে গুগোলে ইন্ডিয়ান ভিসা এ্যাপয়েনমেন্ট ডেট লিখে সার্চ দিলাম এবং olx.com.bd ও bikroy.com সাইটে অনেক ব্যাক্তি/দালাল কে পালাম যারা টাকার বিনিময়ে ডেইট তৈরি করে দেয়।

কিন্তু এটা কি করে সম্ভব ? টেকটিউনে কি এমন কোন অসাধারণ ব্যাক্তি/টিউনার নেই যারা এই অনলাইন ডেইটের কৌশল জানেন বা পারেন ??

Level 0

আমি প্রতু ভূঞাঁ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ইন্ডিয়ান হাইকমিশনের লোকজনই এই ব্যবস্থা করে রেখেছে। ১২০০-২০০০ টাকায় দালালরা ডেট এর ব্যবস্থা করে যার ভাগ হাইকমিশনের লোকজন পায়। সার্ভারে এক্সেস টাইম একটি নির্দিষ্ট সময়ে দেয়া হয়, আগেই দালালদের জানিয়ে দেয়া হয়। সময়টি খুব অল্প। ফলে কেউই দালাল ছাড়া ডেট পাবে না।প্রতিদিন এভাবেই ডেট পাচ্ছে ৩০০০ থেক ৪০০০ লোক।এবার হিসেব করুন কত টাকা আয় তাদের। এমনকি একদিনেও ভিসা পাওয়া সম্ভব, সেক্ষেত্রে ৫০০০০ টাকার মত লাগবে। আমরাই খারাপ।

টেকটিউন দেশের সর্ববৃহৎ ব্লগ সাইট এবং এখানে প্রায় সকল বিষয় নিয়ে আলোচনা হয়। তাহলে এতো ব্লগার, হ্যাকার, এসইও এক্সপার্টরা থাকতে আমরা কেন ঐ সব দালাল দের মাঝে আটকা থাকবো ?

    @প্রতু ভূঞাঁ: আমারও প্রশ্ন এটাই

Level 0

Ami PROTU Vai er Sate ekmot, Ami Nijeo same problem e porechi. amon kono teki vai ki nai j etar solution dite pare…. amader moto sadaron manuser upokar korte pare…

ভাইয়া এটা আপনি সকাল ৭ঃ৩০ মিনিট থেকে ৭টা ৪৫ এর মাঝে চেস্টা করবেন এতা ১৫ মীণীট করে জানাই পার ডে

ইন্ডিয়ান ভিসা ডেট পাবার জন্য ডেট কখন ছাড়বে এইটা জানা জরুরি, এটা আপনি জানতে পারবেন রাত ১২ টার পর ইন্ডিয়ান ভিসা সাইট থেকে কখন ডেট এর বাটন তুলে নেয় তার থেকে। আর এখন অনেক বেশী মানুষ ইন্দিয়াতে জাতায়েত করে তাই ডেট পাওয়া অনেক কঠিন করে দিয়েছে ইন্ডিয়ান এমবাসি। আর কেউ যদি আপনার জন্য কষ্ট করে ডেট নিয়ে দেয়
আর তার বিনিময়ে যদি সে পারিশ্রমিক নেয় এইটা কি অন্যায় কিছু………। আর ডেট পাবার জন্য এমবাসি এর লোকদের সাথে যোগাযোগ থাকতে হয় এইটা পুরাই ভুয়া কথা। ডেট পাইতে গেলে সঠিক সময় আর কিছু টেকনিক্যাল নলেজ থাকতে হবে।

    Level 0

    @রাব্বি: ভাই কমেন্টের রিপলাই না দিয়ে আর পারলাম, আপনি কি বলতে পারবেন কি ধরনের টেকনিক্যাল নলেজ থাকতে হবে।
    আমি দের মাসের মত চেষ্টা করেছি, শুধু তাই নয় এবং আমি বড় কোন ওয়েব ডেভলপারও না, তারপরও যতটুকু জাভা স্কিপ্ট,ASP.net বুঝি ওদের কোন পরিসংখানে ধরা পরে না যে কখন ওদের ওয়েব সাইট চালু হবে।

    আর এখানে বিনিময়ের কথা আসবে কেন ওরা তো বন্ধ করেই বিনিময় করছে। সহজ কথা ওরা ওদের ওয়েব সাইট চালুই করে না। ওর এখন সাইটকে এমন অবস্থায় রেখে দিছে যে সকালে একরকম, দুপুরে একরকম, বিকেলে একরকম, আবার রাতে আরেক রকম এগুলো দেখতে দেখতে মুখস্ত হয়ে গেছে।

      আচ্ছা @Mamun: মামুন ভাই প্রথম কথা হচ্ছে আমি আমার আত্মীয় স্বজনের জন্য নিজে ডেট নিয়েছি, এখনও কেউ রিকুয়েস্ট করলে ডেট নেই। দ্বিতীয় কথা হচ্ছে টেকনিকেল নলেজ বলতে বলছি , যে সময় ডেট ছারে সে সময় প্রচুর মানুষ এক সাতে হিট করে তাই সাইট টা বার বার ব্লক হয় , কিন্তু তারপরেও আপনি যাতে ঢুকতে পারেন সেই নলেজ থাকতে হবে। আর জানতে হবে সঠিক সময়।

        Level 0

        @রাব্বি: Vai plz help koren amak. Date pacci na. Date pai to , confirm e click korle hoi na. Vison duschinta r moddhe aci. Jodi proper solution dite paren obossoi apna k ami khusi kobo.

      @Mamun: http://goo.gl/VblSsa ei link theke dekhe nite paren vaia

    @রাব্বি: রাব্বি ভাই @ আপনি যে কথা বলছেন তা পুরাপুরি চালাকি কথা। তা না হলে ফোন নম্বর দিতেন না ব্যবসায়িদের মতো। কি এমন টেকনিকাল নলেজ যা আপনার আছে আমাদের নাই। টেকনিকাল নলেজ যদি হয় ইন্ডিয়ার এ্যাম্বেসির সাথে ভালো সম্পর্ক তাহলে তো কথা বলা দরকার নাই।

@রাব্বি ভাই আপনি sodhik time ar kotha bollen kintu sheei time ta kokhon ami ki vabe bujbo aktu janaben.
Mobile number ta dile valo hoye apner

@রাব্বি, ভাই আপনি কি টাকার বিনিময়ে ডেট দিয়ে থাকেন ? জানিনা আপনি কি করেন তবে আপনার লেখার মধ্যে এই দালাল পেশাটাই ইঙ্গিত করতেছে।
তা নাহলে প্রায় সাবাই যেখানে ব্যর্থ সেখানে আপনি এতোগুলি তারিখ কিভাবে বের করলেন আমরা সবাই জানতে চাই ???????
১৫০$ ডলার এন্ডোস করতে কত ফি লাগে ব্যাংকে ডলারের রেট বাদে ? জানে আছে কি কারো ? ?

ভাই সিস্টেম জানা আছে আমার, কার লগবে আমাকে বলেন। এটা অসম্ভব কিছু নয়। জানার ব্যপার।

    @ইমরান হোসেন হিমেল: আমি জানতে চাই এ ব্যাপারে। যদি উপকৃতি হই তবে কৃতজ্ঞতার মুল্য অবশ্যই দিব।

    @ইমরান হোসেন হিমেল: বলেন কিভাবে? ঢাকা অফিসে ডেট ছাড়ে সকাল ৮.২০ মিনিট থেকে কিন্তু সার্ভার রিসেট দেখায় বার বার

কয়েকটা ফেসবুক পেজে দেখলাম তারা নাকি কি সফটওয়ার ব্যবহার করে। আর কেউ বলে সার্ভার হ্যাকিং করে এটা করা যায় কি যে করব? এখানে এত টেকি থাকতে আমরা দালালদের ২০০০টাকা দিতে যাব। ভাবতে কষ্ট হয়

Ok Contact me I will help 01723915447

আচ্ছা যারা যারা সমস্যায় আছেন তারা কল করতে পারেন 01723915447 ।

রাব্বি ভাই কষ্ট করে একটা টিউন করে ফেলেন না

রাব্বি ভাই আমি গত দিন বৃহঃবার একটা ডেট প্রায় 20 বার কনফার্ম করলাম কিন্তু সফল হলনা।
এইটা নিত্যদিনের সমস্যা। এই টা থেকে পরিত্রানের কোন রাস্তা জনা থাকলে যদি বলতেন ,তাহলে খুবই কৃতঙ্গ হতাম।

Brothers don’t mind 100 bosor a ow date pavan na

নতুন যারা ইন্ডিয়ার ভিসার কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আমার কিছু পরামর্শ , কিছু টিপস, কিছু সমস্যা ও তার সমাধান।
http://goo.gl/gxqWJj

ভিজিট করুন, শেয়ার করুন। ভালো থাকুন আর ভালো রাখুন সবাইকে। সবার দিন ভালো কাটুক।