আমি আসলে আপনাদের আসরে নতুন। কি লিখব বুঝে উঠতে পারছি না। আর যা লিখতে চাই তা অন্য কেউ আগেই পোষ্ট করে দিয়েছে। তাই নতুন কিছু খুজে পাচ্ছি না। তবে আমার সমস্যাগুলো নিয়ে যদি কেউ আমাকে সাহায্য করেন তাহলে খুবই উপকৃত হতাম..........
আমাদের অফিসে এমন একটা সিস্টেম আছে যেটা হলো একটা কম্পিউটার একটা জায়গায় সেট করা থাকবে আর সেটা অপারেট করার জন্য কেউ সেখানে থাকবে না।কোন কি বোর্ড মাউসও নয়। শুধু ইন্টারনেট মডেম লাগানো থাকে । আমার অফিসের মাধ্যমে সেগুলোকে অপারেট করতে হয়। সেই কম্পিউটার গুলোতে আমাদের নিজস্ব কিছু সফটওয়্যার চলে । ইন্টারনেট এর টিম ভিউয়ার দিয়ে তা মনিটরিং করা হয়। কিন্তু সমস্যা হলো প্রায় ২০০ কম্পিউটার এই ভাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় বা থানায় আছে। তাতে যদি অপারেটিং সিস্টেমে সমস্যা হয় তাহলে কোন সিষ্টেম আছে না কি যে আমরা সেখানে না থেকেও তা ঠিক করা যাবে। বা এমন কোন সিষ্টেম আছে নাকি যার মাধ্যমে আমাদের অপারেটিং সিষ্টেমকে অটো ঠিক করে নিবে? যদি কারো সহযোগীতা করার ইচ্ছা থাকে তাহলে আমি কৃতজ্ঞ হতাম।
আমি dhruba। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যতটুকু আমি জানি, তা হওয়ার সম্ভাবনা খুবই কম, কারন বুট ফেলিওর হয়ে গেলে কোনওমতে অপারেটিং সিষ্টেম ওপেন হওয়ার কথা নয়। আর অপারেটিং সিষ্টেম ওপেন না হলে কোনও সফ্টওয়ার-ও চলবে না।