আমাকে কেউ সাহায্য করুন কৃতজ্ঞ থাকব……

আমি আসলে আপনাদের আসরে নতুন। কি লিখব বুঝে উঠতে পারছি না। আর যা লিখতে চাই তা অন্য কেউ আগেই পোষ্ট করে দিয়েছে। তাই নতুন কিছু খুজে পাচ্ছি না। তবে আমার সমস্যাগুলো নিয়ে যদি কেউ আমাকে সাহায্য করেন তাহলে খুবই উপকৃত হতাম..........

আমাদের অফিসে এমন একটা সিস্টেম আছে যেটা হলো একটা কম্পিউটার একটা জায়গায় সেট করা থাকবে আর সেটা অপারেট করার জন্য কেউ সেখানে থাকবে না।কোন কি বোর্ড মাউসও নয়। শুধু ইন্টারনেট মডেম লাগানো থাকে । আমার অফিসের মাধ্যমে সেগুলোকে অপারেট করতে হয়। সেই কম্পিউটার গুলোতে আমাদের নিজস্ব কিছু সফটওয়্যার চলে । ইন্টারনেট এর টিম ভিউয়ার দিয়ে তা মনিটরিং করা হয়। কিন্তু সমস্যা হলো প্রায় ২০০ কম্পিউটার এই ভাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় বা থানায় আছে। তাতে যদি অপারেটিং সিস্টেমে সমস্যা হয় তাহলে কোন সিষ্টেম আছে না কি যে আমরা সেখানে না থেকেও তা ঠিক করা যাবে। বা এমন কোন সিষ্টেম আছে নাকি যার মাধ্যমে আমাদের অপারেটিং সিষ্টেমকে অটো ঠিক করে নিবে? যদি কারো সহযোগীতা করার ইচ্ছা থাকে তাহলে আমি কৃতজ্ঞ হতাম।

Level 0

আমি dhruba। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

যতটুকু আমি জানি, তা হওয়ার সম্ভাবনা খুবই কম, কারন বুট ফেলিওর হয়ে গেলে কোনওমতে অপারেটিং সিষ্টেম ওপেন হওয়ার কথা নয়। আর অপারেটিং সিষ্টেম ওপেন না হলে কোনও সফ্টওয়ার-ও চলবে না।

Level 0

ধন্যবাদ আপনাকে , তবে আমরা যদি বিষয়টি নিয়ে সবাই আলোচনা করি তাহলে হয়তো একটা সমাধান বেরিয়ে আসবে।
যদি এমন হয় যে, আমার ডিভিডি রমে আগে থেকেই আমি একটা bootable cd রেখে দিলাম এবং কোন কারনে হার্ড ডিস্ক থেকে বুট না হলে সেই সিডি থেকে বুট হবে এবং বুট হবার পর যাতে উক্ত সিডি থেকে আমার রাখা অপারেটিং সিষ্টেম বা তার ব্যাকআপ আবার অটো রিষ্টোর হয় এমন কোন ব্যবস্থা আছে কি না ? সেটা সি প্রোগ্রামিং দিয়ে বা ব্যাচ প্রোগ্রাম দিয়ে কোন ভাবে করা যাবে কি না?

    Level 0

    হা হয়তো কোন সমাধান বেরুতে পারে, তবে চান্স খুবই কম
    কিন্তু এটা জিনিস মনে রাখা ভাল যে আপনি কন্ট্রোল করছেন কোননা কোন সফটয়ার দিয়ে, আর তা চালাতে কোন না কোন অপারেটিং সিস্টেম লাগব………
    তো বুঝতেই পারছেন

    Level 0

    ভাই আপনার সাথে আমি একমত হতে পারলাম না তা হয়তো এতক্ষণে তানভীর ভাইয়ের লিখা থেকে বঝতে পেরেছেন। আপনাকে ধন্যবাদ।আসুন না সবাই মিলে চেষ্টা করি।please.

খুবই সম্ভব কিন্তু অনেক ব্যয় সাপেখ্খো | আপনি হইতো Online KVM Switch এর নাম শুনে থাকবেন যা বিভিন্ন data center ইউজ হই ওই সুইচ দিয়া অপেরাটিং সিস্টেম পর্যন্ত ইনস্টল করা যাই | কিন্তু সমস্যা একটাই দাম বেশি | কিন্তু সফটওয়ার ভিত্তিক কিসু সলুশন আসে টা লিখে বোঝানো যাবেনা | একদিন চলে আসেন আমার অফিস চা এর দাওয়াত রইলো সাথে সলুশন টাও ডিসকাস হইয়া যাবে

    Level 0

    যাক শেষ পর্যন্ত সলুশান একটা পাওয়াতো গেল
    ১. প্রথমটার দাম বেশি
    ২. সফটয়ার ভিত্তিক টা আপনি অফিসে আলোচনা করবেন বলেছেন

    আমরা কি (বিশেষ করে আমার মত জ্ঞান পিপাসুদের) জানার কি কোন পন্থা নেই ????
    জানাবেন
    [email protected]

    Dear LuckyFM,
    ২. মিস্টার dhruba আমার পূর্ব পরিচিত তাই অফিস এ আসতে বলেছি | রথ দেখলাম কলাও দেখলাম আর কি |

    দু:খিত ” রথ দেখলাম কলাও বেচলাম “

    আচ্ছা সফটওয়ার টা সম্মন্ধে একটা খসড়া ধারণা দেই :

    ১. আমরা অনেকেই হইতো উবুন্টু লাইভ অপেরাটিং সিস্টেম ব্যবহার করেছি যা cd থেকে boot হয় এবং অবশ্যই readonly. ঠিক সেই রকম উইন্ডোস এক্সপি এর ও লাইভ অপেরাটিং সিস্টেম তৈরী করা যায় যাতে আগে থেকেই উল কর্নেল এবং আনুসাঙ্গিক core software যেমন যদি চান team viewer
    এবং আপনাদের নিজস্ব কিছু সফটওয়্যার pre loaded থাকবে |
    ২. যেহেতু লাইভ সিসটেম টা readonly তাই এটা কোনো ভাবে ক্রাশ করবে না . এখন বুট হবে কিভাবে ? অবশই cd থেকে না | আমার পরের কথা গুলো বোঝার জন্য নিচের লিঙ্ক টা একটু পরে দেখেন

    লিঙ্ক : http://msdn.microsoft.com/en-us/library/ms838543(WinEmbedded.5).aspx

    মনে করি আমরা pre loaded image.sdi ফাইল টা রাখবো প্রথম পার্টিশন এ | এবং আমাদের boot.ini ফাইল টা হবে নিম্নরূপ

    [boot loader]
    timeout=30
    default=ramdisk(0)\windows
    [operating systems]
    ramdisk(0)\WINDOWS=”My Customized Live system” /rdpath=multi(0)disk(0)rdisk(0)partition(1)\image.sdi /rdimageoffset=4096 /noguiboot

    এখন কম্পিউটার বুট করলে pre loaded image.sdi readonly ইমেজ থেকে এক্সপি রান করবে এবং আমরা স্টার্টাপ এ যে সফটওয়্যার লিঙ্ক করে দিয়াসি তা অটো স্টার্ট হবে | এখন ড্রাইভ বিন্যাস :

    ramdisk : c:\
    1st partition : d:\

    system hang করলে একবার রিবুট নিলেই সব ফ্রেশ | বেপার টা বলা যত সহজ ডিজাইন করা শক্ত তাই সামনাসামনি কথা বলতে চাচ্ছিলাম |

Level 0

তানভীর আহম্মেদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এবং সেই সাথে দু:খিতও বটে। আসলে আমি আমার অফিসে একটু ব্যস্ত তাই। আর আপনার সাথে দেখা করাটা আপনার চাইতে আমার বেশী জরুরী।

Level 0

ভাই আমি নতুন আমাকে আপনারা সাহায্য করবেন।ভাই টাকা ছারা কি ওয়েব সাইট খুলা যায়।