উবুন্টু তো সেটআপ দিলাম এবার নেট ব্যবহার করবো কিভাবে? পুরাতন জুম বদলে জুম আল্ট্রা কানেকশন নিয়েছি। Sentar ST880U নামে একটা নতুন মডেম দিয়েছে। এটা XP তে কনেক্ট করলে Plug & Play হিসাবে কাজ করে কিন্তু উবুন্টুতে হচ্ছেনা। XP এর সাথে সেটআপ দিয়েছি। কিভাবে কি করবো। সাহায্য করেন।
আমি Shaim Hasan Efat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমিও সাহায্য চাই, সহজ ভাষায়, নতুন উবুনতু ইউজার হিসাবে