সাহায্য চাইঃ ব্রডব্যান্ড ইন্টারনেট এর স্পীড বাড়ানো, একাধিক আইপি কে কম্বাইন করে স্পীড বাড়ানো, আই এস পি এর স্পীড হ্যাক, আইপি এড্রেস হ্যাক করা

সবাই ভালো আছেন এই প্রত্যাশা নিয়ে শুরু করছি।
ব্রডব্যান্ড ইন্টারনেট বিষয়ক কিছু হেল্প চাই, জানতে চাই।
প্রথমে আমার কথা বলে নিই। আমি পাহাড়ে থাকি। আমার এলাকায় ব্রডব্যান্ড প্রোভাইডারের কাছ থেকে একটা ইন্টারনেট কানেকশন নিয়েছি। ২৫৬ কেবিপিএস স্পীড, মাসে ৪৫০ টাকা, স্পীড ২৩০ কেবিপিএস পাওয়া যায়।

এখানে আইপি গুলো ওপেন, যেকোন আইপি দিয়েই ইউস করা যায়, I meaan, ম্যাক ফিক্স করা নাই। আমার আইপি হল এরকমঃ 172.16.26.1-255, 255.255.255.0,DNS 8.8.8.8

এখন আমার জানার বিষয় হলঃ
১। আমার আই এস পি এর স্পীড লিমিট কে কোনভাবে হ্যাক করা যাবে কিনা?
২। অথবা দুইটা আইপি কে যোগ করে ২৫৬+২৫৬ এভাবে স্পীড বাড়ানো যাবে কিনা?
৩। আমার এলাকা ছাড়া অন্য এলাকায় ও একই আই এস পি ব্রডব্যান্ড দিয়ে থাকে, আমি আমার নেটওয়ার্কে থেকে অন্য আইপি রেঞ্জের আইপি ইউস করতে পারব কিনা?
৪। আমার আই এস পির সম্পূর্ন ডিটেইলস এবং তারা কি কি আইপি রেঞ্জ ইউস করছে এবং সকল নেটওয়ার্কে কারা কারা ইউজার আছেন তাদেরকে দেখা সম্ভব কিনা? আমি নেট স্কেন ব্যাবহার করে আমার নেটওয়ার্কে যারা আছে তাদের দেখতে পাই।
৫। ওয়াই ফাই রাঊটার ইউস করে ওয়ান পোর্ট আর ল্যান পোর্টে একসাথে দুইটা কানেকশন ব্যাবহার করা যাবে কিনা এবং এতে স্পীড বাড়বে কিনা?
৬। ল্যান এর সাথে কানেক্টেড অন্যান্যদের সাথে কিভাবে ল্যান দিয়ে যোগাযোগ করা যায়?

স্পীড হ্যাক করাটা আমার মুখ্য উদ্দেশ্য নয়, আমি চাচ্ছি ব্রডব্যান্ড ইন্টারনেট সম্পর্কে , আই এস পি রা কিভাবে নেট স্পীড লিমিট করে, কিভাবে মনিটর করে এগুলো সম্পরকে জানতে। আশা করি জানতে পারব আপনাদের সহায়তায়।

Level 0

আমি nurul afsar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস