এই টিউনটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।
আমি পরশু Monetization-এর মাধ্যমে YouTube দিয়ে Google Adsense-এর জন্য Apply করি এবং তা approved-ও হয়ে যায়। আমার কাছে একটি Email আসে। Email-টি ছিলো এমন;-
Congratulations! Your Google AdSense application has been approved. You'll soon begin to see relevant Google ads appear on YouTube Channel.
এখন আমার প্রত্যেকটি YouTube Video-তে Google তাদের ads দেখানো শুরু করে দিয়েছে। :v কিন্তু... Google তার কথা রাখছে না। :p Google তার Email-এ বলেছিলো... আমাকে Relevant ads দেখাবে! সেটা না করে; সে আমাকে irrelevant ads দেখাচ্ছে। যেমনঃ- “আমি Video তৈরী করে আপলোড করলাম Photoshop-এর ওপর। আর আমাকে ads দেখাচ্ছে Virtual ভাবে Cell Bazar থেকে কিভাবে Mobile ক্রয় করতে হয়।” যাইহোক, এতে আমার কোন আপত্তি নেই। 🙂 তবে এর জন্য যদি আমাকে কিছু করতে হয়, তাহলে Plz বলবেন!
প্রাপ্ত Email-টিতে আরো বলা হয় যে,
Your AdSense account only allows you to monetize the content that you create on AdSense host partner sites.
বিষয়টি আমার আমার বুঝে আসছে না। তাই একটু ভয় ভয় লাগছে! শুধু এতটুকুই বুঝে আসছে... আর সেটি হলো- এখানে আমাকে একটা Limitation-এর প্রতি ইঙ্গিত করছে। কিন্তু সেই Limitation-টা কি? সেটাই বুজলাম না।
Google AdSense Team থেকে আসা Email-এ আরোও একটি বিষয়ে আমাকে জানানো হয়েছে। আর সেটি হলো- আমি আমার নিজস্ব সাইটে এই Google ads ব্যবহার করতে পারবো। Email-টিতে যেভাবে বলা হয়:-
If you later decide that you'd also like to implement AdSense on a domain that you registered yourself, we ask that you provide us with the URL where you plan to show ads. To submit this one-time review request form, follow the steps described in Google Support.
এখানে আমার অনেক সমস্যা আছে। যেমনঃ-
আমার Google ads-এ দুই-একটা Click হয়ে গেছে। আমার বন্ধুর Computer থেকে আমি নিজেই এগুলো দিয়েছি। আমি জানি এগুলো ঠিক না। তবুও এটা করেছি শুধু পরীক্ষা করার জন্যই। কিন্তু সমস্যা হলো... আমার YouTube Analytics-এ গুলো Show করছে না। এমনকি Viewers-ও Show করছে না। যদি Viewers হয় 30 জন, তাহলে Show করছে 14 জন। মুলত হিসাব Show করছে May 1st পর্যন্ত। এর পরের কোন হিসেবই দেখাচ্ছে না। তবে আমাকে একটি Message দিয়ে বলছে; পরে সকল হিসাব Add করা হবে। এই বিষয়ে আপনাদের মতামত কামনা করছি। Message-টি এমনঃ-
We undercounted views from April 29th through May 12th by about 2%. We will be adding those views back in over the next couple of weeks.
আমি যদি AdSense Account LogIn করার সময় Proxy ব্যবহার করি। অর্থাৎ আমি যদি ভিন্ন ভিন্ন IP Address দিয়ে বিভিন্ন সময় AdSense Account-এ LogIn করি; তাহলে কি আমার AdSense Account-এর কোন ক্ষতি হতে পারে???
অনেক গুলো প্রশ্ন রেখে ফেল্লাম, কি করবো বলুন...? সমাধন তো চাই.....!
আমি Al-Imran Akanda। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 89 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Adsense Host Partner হল ইউটিউব আর ব্লগার তবে ইউটিউবে ভিডিও Monitize করার পর অ্যাড আপনার নিজের সাইটেও দিতে পারবনে যদি সাইটটা গুগলের রুলস মেনে বানানো হয়। সাধারন কন্টেন্ট কম থাকলে এবং ভিসিটর কম থাকলে অ্যাড শো করে না।
আর গুগলের রেলিভেন্ট অ্যাড হল যে দেশে থেকে ভিসিট হবে সেই দেশের অ্যাড দেবে। ভিডিও কন্টেন্ট এর সাথে মিলিয়ে অ্যাড দেয় না।
এবার আসেন ইউটিউবের স্ট্যাটের কথায়, গুগল ১৫ দিন পর পর আমার ভিসিটর দেখায়, ইনকাম দেখায় ৩ দিন পর। এটা কোন বিষয় না। যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান তাহলে ভালো ভিডিও আপলোড করুন, ভালো করে SEO করুন আর স্ট্যাটের দিকে তাকানোর দরকার নেই!