কয়েকদিন আগে থেকে আমি একটি মজার সমস্যায় পড়েছি।যখনি আমি কম্পিউটার turn off করতে যাই নিচের এরর রিপোর্ট টা আসে।
আবার আমি যখ্ন কম্পিউটার restart করতে যাই তখন নিম্নের এরর রিপোর্ট টা আসে।
এর কারন কি ???? আর আমি এই সমস্যা থেকে কিভাবে রেহাই পেতে পারি কেউ জানলে বলবেন।
উল্লেখ্য যে,আমি বর্তমানে ক্যাস্পারস্কি ইন্টার্নেট সিকিউরিটি ২০১০ লাইসেন্সড ভার্শন ইউস করছি।
আমি দীপ্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
FACEBOOK এ আমিঃ [email protected]
কোনভাবে সিস্টেমের ফাইলের হেরপের হয়েছে………নতুন ভাবে ফরমেট দিলে ঠিক হয়ে যাবে
তবে যদি হ্যাকারের পাল্লায় পড়েন তাহলে eset nod32 ব্যবহার করুন
https://www.techtunes.io/internet/tune-id/27183/