কোন টিউন করতেছিনা শুধু আপনাদের কে একটু ডিস্টার্ব করবো এই যা। আশা করি আপনারা বিরক্ত হবেন। বিরক্ত হলেও আমার কিছু করার নাই আপনারা আমাকে হেল্প করতে হবে। কারন জানা ব্যাক্তিদের কাছে অজানা ব্যাক্তিদের জানার অধিকার রয়েছে। আসলে আমি উইনডোজ সেভেন ইন্সটল দেওয়ার পর থেকে যতবারই কম্পিউটার শাটডাউন দিতে যাই ততবারই আপডেট নিতে থাকে যা খুবি বিরক্তকর। প্লিজ আমাকে সাহায্য করুন। আশা করি আপনাদের কাছ থেকে সমাধানট পেয়ে যাবো।
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।
Right click on my computer… then click on properties… then click on windows update which is on your left down side….then click on change setting…then those Never check for updates in Important update drop down list… then click OK. Done…..