আমি একেবারে নতুন উবুন্টু ইউজার। এখনো উবুন্টূর তেমন কিছু বুঝে উঠতে পারি নি। অনেকটা কৌতুহল নিয়েই উবুন্টুটা সেট-আপ দিয়েছিলাম। প্রথমেই এর ইন্টারফেজ দেখে তো আমার চোখ ছানাবড়া..... ব্যাস, মাথায়ও ভূত ভর করলো.... কিছুতেই উবুন্টু ছাড়া যাবে না।
কাজ করতে গিয়ে সামনে আসতে থাকে না না সমস্যা। তখন কি আর করা..... শুরু করি শাকিল, সাম্য, জামাল ভাইদের জ্বালানো। আর তারাও সব সময় চেষ্টা করেছেন সব সমস্যা গুলো সলভ করার। তাই এই তিন জনকেই বিশেষভাবে ধন্যবাদ জানাই। আপনাদের অকৃত্রিম সাহায্যটুকু না পেলে হয়তো আমার পক্ষে উবুন্টু চালানো হয়তো সম্ভব হতো না।
যেহেতু উবুন্টুর লাইনে নতুন, তাই সমস্যা একটা শেষ হতে না হয়েই আর একটা হাজির হয়। উবুন্টু থেকে অন্যান্য ফাইল ডাউনলোড করতে পারলেও ঝামেলায় পড়লাম ইউটিউব থেকে ভিডিও নামাতে গিয়ে। কি আর করা .... গেলাম 'উবুন্টু সফটওয়্যার সেন্টার'-এ । ওখান থেকে youtube-dl নামের ফাইলটা ইন্সটল করলাম। কিন্তু দুঃখের ব্যাপার হল কোন কাজ করতে পারলাম না।
এরপরে গেলাম গুগল চাচার কাছে টিপস্এর সন্ধানে। ওখানে টার্মিনালে sudo aptitude install youtube-dl লিখতে বলা হল। লিখলাম। Done-ও দেখালো। কিন্তু তারপরেও কোন কাজ করতে পারলাম না। আমার দৌঁড় যতটুকু আমি চেষ্টা করেছি..... কাজ হয় নাই.....
এবার সবকিছু আপনাদের হাতে...... ক্যামনে কি করলে ইউটিউব থেকে ভিডিও নামাইবার পারুম ঝটপট বইলা ফেলেন।
ভাইজানেরা ....বান্দর-রে কলা খাওয়া শিখাইছেন..... এইবার কলা সাপ্লাই দেন.... 😛
আমি মেঘ রোদ্দুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 373 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের কথা কিচ্ছু বলার নাই। মনে যা আসে তাই করে বেড়াই..... টেকনোলজির ব্যাপারে ব্যাপক আগ্রহ আছে বলেই টেকটিউনস-এ ঢু মারি.....
টারমিনালে গিয়ে লিখ…
youtube-dl “youtube link here”
Enter প্রেস করলে ডাউনলোড শুরু হবে। এবং সেভ হবে হোম ফোল্ডারে।
এছাড়া ফায়ারফক্সে Easy YouTube Video Downloader নামের অ্যাড-অন টি ব্যবহার করা যেতে পারে।