আমি চাইছি একটা মেনু বারের কোন মেনুতে ক্লিক করার পর ক্লিককৃত মেনুর ব্যাকগ্রাউন্ড হোভারের ব্যাকগ্রাউন্ড একই থাকবে। এককথাই ক্লিককৃত মেনুটি হাইলাইট হয়ে থাকবে। আমি আনেক চেষ্টা করেও করতে পারলাম না।
নিচের কোড দিয়ে করি:
<div>
<ul>
<li><a href="#">Menu One</a></li>
<li><a href="#">Menu Two</a></li>
</ul>
</div>
.menu ul li a:link{
background:red;
}
.menu ul li a:hover{
background:green;
}
.menu ul li a:active{
background:blue;
}
.menu ul li a:visited{
background:yellow;
}
এই কোড ব্যাবহার করলে পেইজ আসার পর মেনুটি হাইলাইট হয়ে থাকে না। কোন কোড ব্যাবহার করলে আমর কাজ হবে?
অনুগ্রহকরে আমাকে সাহায্য করবেন। মানে মেনুতে ক্লিক করার পর পেইজ আসার পর মাউজ সরিয়ে নেয়ার পরও মেনুটি হাইলাইট/মার্ক হয়ে থাকবে।
আমি Abdullah Al Mamun। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইয়া আপনার মারকাপ এ ভুল আছে
Menu One
Menu Two
এটা ইউস করেন হবে সিএসএস এ কোন সমস্যা নাই।
ধন্যবাদ