Uled Video Editing এর আউটপুট জনিত সমস্যায় আছি!!!! প্লিজ হেল্প!!!!!

শ্রদ্বেয় টিউনারগণ, আমি যখন Uled Video Editing Software এর মাধ্যমে VCD PAL এ Video Output দেই, তখন Video এর Resolution ফেটে যায়। আবার যখন DV PAL এ Output দেই, খুবই ভালো Resolution আসে। কিন্তু এই Video টিকে যখন Nero এর মাধ্যমে Video CD ফরম্যাটে Write করতে যাই, তখন সে Encode করে নেয়। ফলে Resolution আবার ফেটে যায়। কি ভাবে আমি Video CD Formate এ ভালো Resulation পেতে পারি???? এ বিষয়ে আপনাদের সাহায্য কামনা করছি।

ধণ্যবাদ

Level 0

আমি Bill Gates। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার পছন্দের রেজ্যুলেশনে ভিডিও সেভ করুন, যেটাতে সুন্দর আসে। এবার অন্য কোন ভিডিও কনভার্টার যেমন Any Video Converter দিয়ে X264 কোডেকটি ব্যবহার করে কাঙ্ক্ষিত রেজ্যুলেশনে কনভার্ট করুন। x264 কোডেকটি খুব হাই কোয়ালিটি ভিডিও কম্প্রেসন করে। পুরানো xvid কোডেকের জায়গা দখল করে নিয়েছে এই কোডেক। তবে ইউলিড দিয়ে ফাইলটি সেভ করার সময় বিটরেট বাড়িয়ে নেবেন (৮০০০), একই ভাবে কনভার্ট করার সময়ও। আশা করি হয়ে যাবে।

    Level 0

    অসংখ্য ধণ্যবাদ তৌহিদ ভাই। আমি আপনার এই মেথড অনেক আগেই Apply করে ছিলাম। .dat, .mpg, .avi, etc করে convert করেছিলাম। Resolution ও খুব ভালো আসে। কিন্তু এই ভিডিও টিকে যখনই আমি Nero দিয়ে Video CD Format এ Save করতে যাই, তখনই Nero Encoding করে নেয়। এরপর write শেষ হওয়ার পর Video Quality ঝাপসা আসে। কিভাবে ভাইয়া এই সমস্যার সমাধান করা যায়… Please help করেন?????

Level New

তৌিহদ ভাই,
সুন্দর সমাধান েদয়ার জন্য ধন্যবাদ।
অািম একিট সমস্যায় প েড় িছ, অামার ল্যাপট েপ Uled Video Editing Software চালু কর েল Uled Video Editing Software-এ সাউন্ড অােস না। িকন্তু Uled Video Editing Software ছাড়া অার সব েক্ষেত্র সাউন্ড অােছ। অািম Uled Video Editing Software ৭, ১০ এবং ১১ চািলেয় েদেেখ িছ একই অবস্থা হয়। বার বারই একই ম্যােসজ েদয়, েনা অিডৌ িডভাইস ফাউন্ড। অনুগ্রহ ক ের এর সমাধান েকউ দেেবন িক? িপ্লস……………….!!

ধন্যবাদ……..