বেশ কিছুদিন ধরে Windows 7 ব্যবহার করছি। বেশ লাগছে। কিন্তু সমস্যা হল Windows 7 এ ফোল্ডারের ব্যাকগ্রাউন্ড চেন্জ করতে পারছি না। Windows 7 এ Folder Background change করা যায় এমন একটি software এর নাম চাই। অথবা যদি কারো কাছে এই software টির ডাউনলোড লিংক থাকে তবে তা দেয়ার অনুরুধ রইল।
আমি মেঘবন্ধু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 111 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এখানে পাবেন
http://techtoday4u.blogspot.com/2010/06/change-your-folder-background-by-any.html