টেকটিউনস জরিপে ভোট দিতে পারতেছিনা

টেকটিউনস এ লগিন করার পর জরিপ অংশে নিচের মত আসে
ভোট দিবার কোন অপশন নাই। ভোট কিভাবে দিব? গত মাসের জরিপেও একই অবস্থা ছিল

অনলাইনে আয়ের ব্যাপারে আপনার অবস্থান কি?

আপনি ভোট দিয়েছেন:

  • আগ্রহ আছে কিন্তু চেষ্টা করে দেখিনি (39%, 30 Votes)

টেকটিউনস জরিপে অংশ গ্রহণের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

টেকটিউনস জরিপ প্রতি মাসে একটি করে অনুষ্ঠিত হয়। টেকটিউনস পোল ম্যানেজার সাবটাইটেল মামুন সমস্ত জরিপ পরিচালনা করেন এবং মাস শেষে জরিপের ফলাফল নিয়ে বিস্তারিত টিউন করেন।

মোট ভোটার: 77 জন | জরিপ আর্কাইভ

Level 0

আমি তপু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি প্রথম পাতা থেকে লগইন না করেই ভোট দিলাম।আপনি চেষ্টা করে দেখতে পারেন।

Level 0

আমি প্রথম পাতা থেকে লগইন না করেই ভোট দিতে গেলে নিচের লেখা দেখায়
You Had Already Voted For This Poll. Poll ID #14

    ভোট দেওয়ার পর আবার ভোট দিতে গেলে এই লেখাটি দেখায়।তারমানে সম্ভবত আপনি ভোট দিয়ে ফেলেছেন বা আপনার নাম ও পাসওয়াড ব্যবহার করে অন্য কেও ভোট দিয়েছে অথবা আপনার নেট সংযোগ(ip) থেকে অন্য কেও ভোট দিয়েছে।

আমারও এই অবস্থা ছিল। জুলাই মাস শুরু হলেই দেখি নতুন পোলে একই অবস্থা।
মামুন ভাইয়ের পোস্টে কমেন্ট করে জানানোর পরে ভোট দেয়ার সুযোগ পেয়েছি। আশাকরি আপনিও পারবেন। মনে হয় একটা বাগ আছে।

আপনি কি মোবাইল থেকে নেট ব্যবহার করেন? আমার মনে হয় যারা মোবাইল থেকে নেট ব্যবহার করে তাদের এই সমস্যাটি হয়।আমিও ভোট দিতে পারছি না। মামুন ভাইর দৃষ্টি আকর্ষন করছি!!!

Level 0

i didnt vote. and i didnt use techtunes from moblie, i think its a bug,
i use GP internet.

Level 0

সাধারনত এটা হয়ার কথা না, তবে আপনি একই আইপি বা পিসি থেকে বারং বার ভোট দিতে পারবেননা

    মনে হয় এই সমস্যাটাই হইছে।

Level 0

এই সমস্যার সমাধান কী?