প্রবাসি+দেশী =সমৃদ্ধ টেকটিউনস সফটওয়ার কালেকশন…………..

 

             টেকটিউনের সকল টিউনারদের প্রতি সম্মান প্রদর্শন করছি। টেকটিউনস-কে কেউ কিছু দিচ্ছেন অপরদিকে টেকটিউনস থেকে অনেকেই কিছু না কিছু নিচ্ছেন এবং আমি এখন পর্যন্ত নেওয়ার দলেই আছি। তো স্বাভাবিকভাবেই কিভাবে আরও ভালো-ভাবে নেওয়া যায় সেই প্রচেষ্টা চালাচ্ছি।

              প্রবাসি ভাই (কৃতজ্ঞতার সাথে উনাকে স্বরন করছি) সব-সময়ই আমাদেরকে খুব প্রয়োজনীয় এবং কখনও কখনও দামী কছু  সফটওয়ার উপহার দিয়ে আসছেন যেমন: ADOBE PHOTOSHOP CS5 EXTENDED, ADOBE FLASH CS4 PROFESSIONAL ইত্যাদি। কিন্তু আমরা অনেকেই (ব্যক্তিগত ভাবে আমি) প্রি-পেইড ইন্টারনেট  ব্যবহার-কারী হওয়ায় এবং  সফটওয়ারগুলো অনেক বড় সাইজের হওয়ায় ডাওনলোড করতে ভীষন সমস্যা হয়। এই বড় ফাইলগুলোকে কমপ্রেস করে খুব ছোট সাইজে নেওয়ার উপযোগী সফটওয়ার নিশ্চয়ই কারও-না-কারও কাছে আছে। এই ধরনে সফটওয়ার নিয়ে টিউন করার বা প্রবাসি ভাইয়ের সাথে শেয়ার করার জন্য বিজ্ঞ-জনদের অনূরোধ জানাচ্ছি যাতে করে প্রবাসি ভাইয়ের প্রকৃত ইচ্ছার বাস্তবায়ন আমাদের মাঝে প্রকৃতই হয়।

              আর একটি খোলা প্রশ্ন, বাংলাদেশী ব্যাংক (ডাচ্ বাংলা ব্যাংক) একাউন্ট থেকে PAYONEER PRE-PEID DEBIT MASTER CARD-এ টাকা লোড করা যাবে কি ? অভিজ্ঞদের পরামর্শ আশা করছি...............

Level 0

আমি ওমর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 163 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যদি মোর বিদায়-ক্ষনে পিছিয়ে পরে কেউ, বলব আমি কূল না-ভাঙ্গা সেই সে নদির ঢেউ। -সময়ের অপেক্ষায় বর্তমান.....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

প্রথমে আপনাকে বলব এরকম যদিও থেকে থাকে তবুও সব সময় কাজে আসেনা
যেমন অনেক সময় ফাইল মিস করে, আবার অনেক সময় খুবই কম কম্প্রেশান থাকে
এক্ষেত্রে আমি বলব কাউর কাছে থাকলে শেয়ার করেন
তানা হলেও পরবর্তিতে আমি বিকল্প চিন্তা করেছি, সেটা না হয় পরেই বলব

ভাইরে অনেক কষ্ট করে ADOBE PHOTOSHOP CS5 EXTENDED ডাউনলোড করি, পরে দেখি ওইটা ইংরেজি ভার্সন না, তারপর লাগলাম ADOBE FLASH CS4 PROFESSIONAL ডাউনলোড করার পেছনে এবং ডাউনলোড করেও ফেল্লাম কিন্তু সেখানে দুইটা ফাইলে সমস্যা থাকায় প্রবাসী ভাইকে মেইলে বললাম কিন্তু কিছু করলেন না, অবশেষে প্রতিগ্রা করলাম প্রবাসী ভাইয়ের দেয়া সফট থেকে আর কিছুই ডাউনলোড করব না।

Level 0

jotill help