আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন। আমি ভালো আছি কিন্তু একটু সমস্যায় পড়েছি তাই আপনাদের স্বরানোপন্ন হলাম।
আমার একটি Payza Account আছে কিন্তু এখন তা verify pending হয়ে আছে কিন্তু আমার এখনই একটা verified Account দরকার। তাই আমি Verified Payza Account ভাড়া চাই $50 /$100 এর বিনিময়ে। আমি তার Account টি ব্যবহার করব কিন্তু তার Transaction PIN আমি নিব না বা তার হাত দিয়েই টাকা উত্তোলন করব। আমি সব কিছুই তার হাত দিয়ে করব।
Account টি অবশ্যই Verified হতে হবে।
যদি কেউ আমাকে সাহায্য করেন আমি কথা দিচ্ছি তাকে $50/$100 দিব।
=======================================================================================
আমি মোহাঃ শহিদুল ইসলাম। Founder, Havoc ICT, Chapainawabganj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 264 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দয়াকরে আর কেউ আর ফোন দিয়েন না। আমার সাথে একজনের কথা হয়েছে এবং তার সাথে deal confirm হয়ে গেছে।