Skype এর এই মহা সমস্যা’র সমাধান কি?

Skype Software নিয়ে বড্ড ক্যাচালে পড়লাম। আমি আমার এই উইন্ডোসেই কিছুদিন আগে Skype ইন্সটল করে ইউস করেছি। তারপর ব্যবহার শেষে আনইন্সটল করে রেখেছি। কিন্তু এখন ওই একই সফটওয়্যার আবার ইন্সটল করলাম। কিন্তু #সাইন_ইন করার পর তা আপডেট চায়। আপডেট কেন্সেল করলে সফটওয়্যার ক্লোজ হয়ে যায়। মানে আপডেট দেয়া ছাড়া ইউস করা যাচ্ছে না। তারপর আপডেট দিলাম। আপডেট দেওয়ার পর ইউস করলাম। তারপর অভ্যাস বশতঃ আবার আন-ইন্সটল করে ফেললাম। এখন আবার ইন্সটল করলাম। #কিন্তু আবার একই সমস্যা। আবার আপডেট চায়। আপডেট দিতে ৩০+ এমবি খায়। এমবি কি গাছে ধরে? আপডেট দিব না। আপডেট না দিয়ে এখন কি করা যায় বলেন। আপনাদের এই সমস্যা হয় কিনা, হলে কি করেন?
মনে করেন আবার আপডেট দিলাম। কিন্তু উইন্ডোস সেটআপ দিলে তো আবার একই ঝামেলা হবে। তাই এটার প্রতিরোধ ব্যবস্থা নিতে চাচ্ছি। শুধু SKYPE না, এরকম আরও অনেক সফটওয়্যার আছে যেমনঃ Spinner Chief, Ginger ইত্যাদি ইত্যাদি এগুলো ইন্সটল করতে গেলে ইন্টারনেট থেকেই মেইন ফাইল ডাউনলোড হয়ে তারপর ইন্সটল হয়। ইন্টারনেট কানেকশন লাগে। আর একবার আন-ইন্সটল করে আবার ইন্সটল করতে গেলে আবার ইন্টারনেট কানেকশন চায়। সবসময় তো আর ইন্টারনেট কানেকশন থাকে না। আবার থাকলেও পর্যাপ্ত এমবি থাকে না। তখন তো সমস্যায় পড়তে হয়। এ থেকে বাঁচার কোন উপায় আছে?
আমার মাথায় একটা আইডিয়া আছে কিন্তু সমাধানের টুলস নাই। আমরা অনেকেই Acronis True Image ব্যাবহার করি। এরকম কোন সফটওয়্যার আছে যা কিনা এই ধরনের (Spinner Chief, Ginger, Skype ইত্যাদি ইত্যাদি) সফটওয়্যার গুলোকে Acronis True Image এর মত করে IMAGE করে রাখবে?
আরও একটা আইডিয়া! নাকি C Drive ছাড়া অন্য কোন Drive এ ইন্সটল করে রাখবো। সেটা আমার ঠিক পছন্দ না!
আরও একটা প্রশ্নের সমাধান দিতে পারলে দিয়েন। Acronis True Image দিয়ে বারবার উইন্ডোস ইউস করলে কি হার্ড ডিস্ক বা পিসির কোন সমস্যা হয়?

Level 0

আমি MD. Nasir Uddin.। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস