বাংলা সফ্টওয়্যার বিষয়ক সাহায্য চাই।

১.ভাষা চেন্জ করার বিভিন্ন ধরনের সফ্টওয়্যারের কথা আমরা শুনেছি।। এসব সফ্টওয়্যার দিয়ে এক ভাষার আর্টিকোল অন্য ভাষায় বদল করা যায়।।। তবে আমি এমন কোন সফ্টওয়্যার আজো পাইনি যা দিয়ে বাংলা ভাষাকে অন্য ভাষায়, অথবা অন্য ভাষাকে বাংলা ভাষায় চেন্জ করা যাবে।।। আমি জানি না এমন কোন সফ্টওয়্যার আছে কি না??????????????? থাকলে আমার সাথে শেয়ার করেন।।।। প্লিজ।।।।।। এ ধরনের কোন ওয়েব সাইট থাকলে তাও জানাবেন।।।।

২.আর, অনলাইনে আয় করা নিয়ে যার যত ওয়েব বা ব্লগ সাইট আছে তা আমাকে জানান।।।।।।।।। আপনার পরিচিত কোন সাইট থাকলে তাও আমাকে জানাতে পারেন।।।। মনের শখে বলেন আর মনের গোপন আগ্রহে বলেন, এগুলো খুজতে খুজতে আমি ক্লান্ত।।।।

৩.ইন্টারনেটে আয় করার যে যত মার্কেট প্লেসের ঠিকানা জানেন তাও জানান।। এফিলিয়েট মার্কেটগুলোও জানাতে পারেন।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।
এবিষয়ে প্রকৃত সহায়তা কারীর প্রতি কৃতঙ্গ থাকব।।।।
কেউ দয়া করে "ধন্যবাদ" টাইপের কোন কমেন্ট করবেন না।।।। আমি সহয়তা চাই।।। দেখী টেক টিউনের টিউনার রা কতটা সহায়তা দিতে পারেন।।।
ভাল থাকুন।।।।।
আল্লাহ হাফেজ।।।।PDVD_037

Level 0

আমি তারা ভরা রাতে।। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মেয়ে বলে আমি আর তুচ্ছু তাচ্ছিল্লের শিকার হতে চাই না।।যে কোন বিষয়ে,আমি আমার মত স্বাধীনভাবে প্রকাশ করতে চাই।।আমারও ভাল লাগা মন্দ লাগার গুরূত্ব দিতে হবে।।ঘরে বাইরে সর্বত্র আমি মুক্ত কন্টী পাখীর মত গাইতে চাই,নাচতে চাই।।দেশ ও সমাজ গঠনে পুরূসের পাশে আমাদের সমান অংশ গ্রহন প্রতিষ্টা করতে হবে।।প্রয়োজনে মৃর্ত্যু কে আলিঙ্গন...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যেভাবে যতি চিন্হের ব্যবহার করেছেন ! তাতে তো কদিন পরে এসবের আকাল পড়ে যাবে :p
ইংরেজীকে বাংলায় কনভার্টের একটা সাইট আছে জানামতে , কিন্তু বাংলাকে ইংরেজীতে কনভার্টের কোন সাইট জানা নেই 🙁
দেখতে পারেন এখানেঃ http://bengalinux.sourceforge.net/cgi-bin/anubadok/index.pl

    ওয়াও,,,,,,,,,, ভাইয়া…….
    অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ।।।। ধন্যবাদ দেয়ার ভাষা দেখে বুঝে নিন, কতটা খুশী হয়েছি।।।।।। কত ভাল লাগছে????? আরো ভালো লাগত, যদি বাংলা থেকে ইংরেজী করা সম্ভব হত।।।।।। দেখেন না একটু, কোথাও আছে কি না।।।।। আপনাকে চটপটি খাওয়াব্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌।।।।

অনলাইনে আয় করা বা এ বিষয়ে আমি একটা ব্লগই পড়ি তা হল – হাসান ভাইয়ের ব্লগ । আমি এখনও ব্যাপারটাতে তেমন আগ্রহী না তাই আর খোজাখুজি করিনি । তবে আমি নিশ্চিত আপনি হাসান ভাইয়ের ব্লগ ফলো করলে সঠিক পথ খুজে পাবেন ।
ঠিকানাঃ http://bn.jinnatulhasan.com/blog

    http://bn.jinnatulhasan.com/blog
    খুব ভাল।। এই সাইট পূর্বেও দেখেছি।।। আরো ভাল সাইট থাকলে শেয়ার করবেন প্লিজ্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌াাাাাাাাাাাাাা
    ুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুু ধন্যবাদ হেল্প করার জন্য।।।।

freelancerstory.blogspot.com

আমি (DELUX Laptop made by china) use করি।2.30 min back up দিত। এখন 2-3 min পর হঠাৎ করে off হয়ে যায়। আর on হয় না। but charger লাগালে টিক ভাবে কাজ করে। battery ok আছে।কি করব please সাহায্য করুন।

    আমার জানা থাকলে জানাতাম।। অন্য কেউ রিপ্লাই করলে খুশী হব।।। আমার মনে হয়, ইন্জিনিয়ারের সাথে আলাপ করতে পারেন।। মাফ করবেন, এটা কোন সমাধান নয়।। একথা আপনিও জানেন।।। আসলে এর বাইরে আমার বলার কিছু নাই।। আপনাকে একটা কিছু বলে সান্তনা দেয়ার জন্যই বলাল ।।

    Level 0

    ব্যটারি ঠিক আছে , এটা কিভাবে শিওর হলেন???

    আমারও তাই মনে হয়। ব্যাটারিতে সমস্যা আছে হয়ত!!!!

    Level 0

    ব্যটারিটা চেঞ্জ করেন ৪০০০ থেকে ৬০০০ টাকা লাগতে পারে…

ভাষাটা যেন চেনা চেনা লাগে !! আর যুক্তাক্ষরগুলোতে এবং বিশেষ কিছু জায়গাতে বানান ভূল এবং কমেন্টে কটূক্তি – যা একজন বিশেষ পরিচিত টিউনার সচারাচর করে থাকেন । আর কমেন্টগুলো দেখলেই বোঝ যাচ্ছে যে ও অনেকদিন ধরে টেকটিউনসে সদস্য হিসেবে আছে । ও মনে হচ্ছে নতুন ধারায় ভং ধরেছে – টেকটিউনসের মজা উড়ানোর জন্য । ওর সাহায্য চাওয়ার উদ্দেশ্য – ভং করা এবং টেকটিউনসের বিদ্রুপ করা ছাড়া আর কিছুই নয় । আমি টেকটিউনসের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি – এই ID টির IP Address টি ট্রেস করুন এবং এর আসল ID টি বাতিল করুন । আমার মতে – এটিই হবে এর উপযুক্ত সাহায্য !!

    Level 0

    তা আপনার এটা মনে হওয়ার কারন ????

    লাকী ভাই , আমি জানতাম – এই কাজটা যে করেছে সে এখানে আসবে এবং এর প্রতিত্তর করবেই । কারণ কথাটা তাকেই লাগবে । আমার বিশেষ আর কিছু বলার নেই । ধন্যবাদ আপনাকে !!!

    Level 0

    ভাই ঠিক বুঝলামনা
    আপনি কি আমাকে মিন করছেন ???

    লাকি ভাই, আগে আগে কথা বলার ফল পেয়েছেন???? যাই হোক, এর জন্য আমি দুংখিত।। টেকনো ডাকিয়া, আপনাকে বলার আমার বিশেষ কিছু নাই।। আর অতিরিক্ত উত্তেজিত হলে আমি বলার কিছু পাই না।। এই কমেন্ট লিখতে অনেক কষ্ট হচ্ছে কারণ, রাগে হাত কাপছে। সঠিক বাটনে ক্লিক করতে সমস্যা হচ্ছে। আমি শুধু বলব, এ কথা অন্তত্য আপনার বলা উচিত হয় নি।। আপনার প্রফাইল পিকচার ও নাম কোনটাই সঠিক নয়।। আমার আইডিতে তো মেয়ের পিকচার আছে কিন্তু আপনি কি কার্টুন?? স্যারি, হিট করে বলার জন্য্।। আমার আউডি বাতিল করলে আপনার আইডিও বাতিল করা উচিত।। তাই নয় কি?? কাউকে হিট করার আগে ভাবা উচিত আপনি নিজে কতটা ঠিক??? আইডি অপেন করতে সঠিক প্রফাইল দিতে হবে টেক টিউনে এমন কোন নিয়ম আছে কি না জানা নাই।। আমার সঠিক নাম ও বাড়ী ঘরের আইডি দিতে ইচ্ছে করছে, কিন্তু এখন যদি দেই তবে সেটা হবে আপনার কথায় প্রবাভিত হয়েছি।। আমি আমারই মত থাকতে ভালবাসি।। মেয়ে হয়েছি বলে পুরূস শাসিত সমাজে আপনাদের সব কথাই কি মানতে হবে?????????????? আমার আইডি বাতিল করা হলে আপনার মত আরো শতাধিক আইডি বাতিল করতে হবে।। ধন্যবাদ, ভাল থাকবেন সবাই।।

আমি ছেলে না মেয়ে সে দিকে দৃষ্টি না দিয়ে আমি যা জানতে চাই তা জানালে খুশী হব।।। বাংলা থেকে ইংরেজী করার সফ্টওয়্যার বা ওয়েব সাইটের ঠিকানা জানা থাকলে কমেন্ট করূন।। আজে বাজে কথা না বলার জন্য অনুরুধ করা হচ্ছে।।। টেক টিউনের আইনের বাইরে কিছু করলে সেটা টেক টিউন দেখবে।। আর টেক টিউন আপনাকে সে দায়িত্ব দিলে আগে নিজের সঠিক প্রফাইল দেন।।। আপনারা, আজে বাজে কমেন্ট করে আমার মাথা আউলা করে দিয়েছেন।।।।
ভাল থাকুন।।

    আপনাদের ঝগড়া আমার অনেক ভাল লেগেছে।তারা ভরা রাতের আসল আইডি আমি চিনি।আপনারা উনাকে বিরক্ত করবেন না।

তারা ভরা রাতে। আজকের রনি পারভেজ ভাইয়ের টিউন টা দেখেন।