১.ভাষা চেন্জ করার বিভিন্ন ধরনের সফ্টওয়্যারের কথা আমরা শুনেছি।। এসব সফ্টওয়্যার দিয়ে এক ভাষার আর্টিকোল অন্য ভাষায় বদল করা যায়।।। তবে আমি এমন কোন সফ্টওয়্যার আজো পাইনি যা দিয়ে বাংলা ভাষাকে অন্য ভাষায়, অথবা অন্য ভাষাকে বাংলা ভাষায় চেন্জ করা যাবে।।। আমি জানি না এমন কোন সফ্টওয়্যার আছে কি না??????????????? থাকলে আমার সাথে শেয়ার করেন।।।। প্লিজ।।।।।। এ ধরনের কোন ওয়েব সাইট থাকলে তাও জানাবেন।।।।
২.আর, অনলাইনে আয় করা নিয়ে যার যত ওয়েব বা ব্লগ সাইট আছে তা আমাকে জানান।।।।।।।।। আপনার পরিচিত কোন সাইট থাকলে তাও আমাকে জানাতে পারেন।।।। মনের শখে বলেন আর মনের গোপন আগ্রহে বলেন, এগুলো খুজতে খুজতে আমি ক্লান্ত।।।।
৩.ইন্টারনেটে আয় করার যে যত মার্কেট প্লেসের ঠিকানা জানেন তাও জানান।। এফিলিয়েট মার্কেটগুলোও জানাতে পারেন।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।
এবিষয়ে প্রকৃত সহায়তা কারীর প্রতি কৃতঙ্গ থাকব।।।।
কেউ দয়া করে "ধন্যবাদ" টাইপের কোন কমেন্ট করবেন না।।।। আমি সহয়তা চাই।।। দেখী টেক টিউনের টিউনার রা কতটা সহায়তা দিতে পারেন।।।
ভাল থাকুন।।।।।
আল্লাহ হাফেজ।।।।
আমি তারা ভরা রাতে।। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মেয়ে বলে আমি আর তুচ্ছু তাচ্ছিল্লের শিকার হতে চাই না।।যে কোন বিষয়ে,আমি আমার মত স্বাধীনভাবে প্রকাশ করতে চাই।।আমারও ভাল লাগা মন্দ লাগার গুরূত্ব দিতে হবে।।ঘরে বাইরে সর্বত্র আমি মুক্ত কন্টী পাখীর মত গাইতে চাই,নাচতে চাই।।দেশ ও সমাজ গঠনে পুরূসের পাশে আমাদের সমান অংশ গ্রহন প্রতিষ্টা করতে হবে।।প্রয়োজনে মৃর্ত্যু কে আলিঙ্গন...
যেভাবে যতি চিন্হের ব্যবহার করেছেন ! তাতে তো কদিন পরে এসবের আকাল পড়ে যাবে :p
ইংরেজীকে বাংলায় কনভার্টের একটা সাইট আছে জানামতে , কিন্তু বাংলাকে ইংরেজীতে কনভার্টের কোন সাইট জানা নেই 🙁
দেখতে পারেন এখানেঃ http://bengalinux.sourceforge.net/cgi-bin/anubadok/index.pl