আমি আমার ব্ল্যাকবেরী-9790 তে অপেরা ইন্সটল দিয়েছি। অপেরা ছাড়া বাকি সব কিছু দিয়েই ইন্টারনেট একসেস করা যায়। কিন্তু অপেরা ডাউনলোড করার পর ইন্সটল নেয়ার সময় unable to connect internet দেখায়। কিভাবে সেটিংস চেঞ্জ করবো অথবা কি করতে হবে কেউ কি একটু হেল্প করবেন?? আরেকটা জিজ্ঞাসা ব্ল্যাকবেরীর কেচিং কোথায় পাওয়া যায়? আমি আজকে মোতালিব প্লাজায় খুজলাম আমার মডেলের কেচিং পাইনি 🙁 ।
ধন্যবাদ 🙂
আমি Oxy7। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 170 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://www.facebook.com/BorsonBayzid
Blackberry এর settings সত্যি অনেক ঝামেলার । ম্যানুয়ালি সেটিংস্ গুলো পরিবর্তন করে নিন , ভালো হয় অন্য কোন নরমাল ফোন এর ভেতরে ডুকে APN , IP দেখে ওটা করে নিন ।