আমি একটি Asus rt-n10u wirless-N150 Router ক্রয় করেছি, যখন এটা PC সঙ্গে Ethernet cable মাধ্যমে সংযোগ করি, তখন LAN icon cross থাকে এবং Router এর বাতিও জলে না।
আমি আমার বন্ধুদের computer এ try করেছি Normal ভাবেই কাজ করেছে কোন সমসসা হয় নাই। আমি মনে করি আমার কম্পিউটারে কোন সমসসা নাই, কারন আমার কম্পিউটারে Broadband এর লাইন ভাল করেই চলে। খালি আমার কম্পিউটার ও রাউটার এই দুটোর মাঝে সংযোগ দিতে পারছি না।
অভিজ্ঞ টিউনার দের কাছে সাহায্য চাচ্ছি, মেহেরবানি করে কেউ যদি আমাকে সঠিক পরামর্শ দেন খুব উপকৃত হব।
S.I Hridoy
আমি Hridoy569। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি কোন কেবল কানেকশন ইউস করেছেন? স্ট্রেইট নাকি ক্রস?