Wifi Router সমন্ধে সাহায্য চাই

আমি একটি  Asus rt-n10u wirless-N150 Router ক্রয় করেছি, যখন এটা PC সঙ্গে Ethernet cable মাধ্যমে সংযোগ করি, তখন LAN icon cross   থাকে এবং Router এর বাতিও জলে না।

আমি আমার বন্ধুদের computer এ try করেছি Normal ভাবেই কাজ করেছে কোন সমসসা হয় নাই। আমি মনে করি আমার কম্পিউটারে কোন সমসসা নাই, কারন আমার  কম্পিউটারে Broadband এর লাইন ভাল করেই চলে। খালি আমার কম্পিউটার ও রাউটার এই দুটোর মাঝে সংযোগ দিতে পারছি না।

অভিজ্ঞ টিউনার দের কাছে সাহায্য চাচ্ছি, মেহেরবানি করে কেউ যদি আমাকে সঠিক পরামর্শ দেন খুব উপকৃত হব।

S.I Hridoy

Level 0

আমি Hridoy569। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনি কোন কেবল কানেকশন ইউস করেছেন? স্ট্রেইট নাকি ক্রস?

    Level 0

    @SK Shagar: @SK Shagar: ক্যাবল ক্রস না স্ট্রেইট তা এখন অপ্রয়োজনীয়। এখনকার সব পোর্টই Auto-MDIX ফিচারযুক্ত।

    Level 0

    @SK Shagar: ভাই আমার ক্যাবল সমন্ধে বেশ কোন ধারনা নাই।

Level 0

আপনার ল্যান কার্ডে সেট করা আইপি এড্রেস খেয়াল করুন। ব্রডব্যান্ড ইন্টারনেট প্রোভাইডাররা সাধারণত ম্যানুয়ালী (স্ট্যাটিক) আইপি সেট করে থাকে। আপনি এটিকে অটোম্যাটিক্যালি অবটেইন (automatically obtain) হিসেবে সেট করুন। বাই ডিফল্ট, রাউটার নিজেই ক্লায়েন্ট কম্পিউটারকে আইপি এ্যাসাইন (assaign) করে।
কিভাবে করবেন: Run এ লিখুন ncpa.cpl
এরপর আপনার ল্যান কার্ডের উপর রাইট ক্লিক করে প্রোপার্টিজে ক্লিক করুন। Internet Protocol (TCP/IP) তে ডাবল ক্লিক করুন। Obtain an IP address automatically সিলেক্ট করে OK ক্লিক করুন।

    Level 0

    @limaj: আমি কম্পিউটার ৪ বার সেটআপ দিসি default হিসেবে Obtain an IP address automatically করা আছে।

Level 0

আমি এই বাপারে Tom’s Hardware এ লিখেছিলাম কিন্তু কোন সমাধানে আসতে পারিনি। এই লিঙ্ক টা একটু দেখবেন প্লিজ… http://www.tomshardware.com/answers/id-1986013/lan-port-detected-asus-n10u-router.html

Level 0

ভাই, এখানে আপনি উল্লেখ করেছেন, সব ঠিক আছে তারপরও আপনার সমস্যা করছে। একটা বোকার মত প্রশ্ন করি, আপনি কি আপনার রাউটার টু পিসি ল্যান ক্যাবল টি পালটিয়ে দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে আমার মনে হয় সব বাদ দিয়ে আপনার পিসির জন্য ২৫০ টাকা দিয়ে একটা ওয়াইফাই Dongle কিনে নেন, সেটাই ভালো হবে।

    Level 0

    @SK Shagar: আমার কাছে ৩ টা ক্যাবল আছে, সব একই সমস্যা , সমাধান খুজতে খুজতে হয়রান হয়ে গেছি। Dongle এই সমাধান টা ভাল দিয়াছেন, যদিও ওয়াইফাই Dongle সম্মন্ধে আমার কোন ধারনা নেই। এটা কি wifi adapter এর মতই? ২৫০ টাকা খরচ করলে কি ভাল কাজ করবে? Connectify দিয়ে Hospot বানানো যাবে net shearing এর জন্য?য?
    যাই হোক, সমাধান না পেয়ে শান্তি পাচ্ছি না।

Level 0

হ্যা, ওইটা wifi adapter. ওটা দিয়ে হটস্পট ও বানাতে পারবেন। এজন্য connectify অথবা mrouter ব্যবহার করতে পারেন। আশা করি আপনার সব উত্তর পেয়েছেন… 😀

    Level 0

    @SK Shagar: হা পেয়েছি। সাগার ভাই ধন্যবাদ আপনাকে পরামর্শের জন্য, ভাল থাকবেন।

Level 0

আপনিও ভাল থাকেন, কিন্তু আমার নাম সাগার নয় সাগর। ধন্যবাদ… 😛

    Level 0

    @SK Shagar: avro te likhsi to tai vul hoise 😀

Level 0

@ SK Shagar: 250 টাকার এডাপ্টারটা কোন কোম্পানীর, বা কোথায় পেতে পারি? প্লিজ একটু জানাবেন…
শুনেছি ওয়াই ফাই এডাপ্টার ৮০০ টাকার নিচে হয় না।(আমি নিশ্চিত নই)