আমার সমস্যার কি কোন সমাধান দিতে পারবেন না আপনারা?

আমি কিছু দিন যাবত মিডিয়া ফায়ার হতে ডাউনলোড করেতে পারতেছি না। আমি আমার পিসি আজ নতুন করে সেটাপ দিলাম কিন্তু তাতেও একই অবস্থা।

আমি সামু ব্লগ এ ও ডুকতে পারছি না। তবে আইপি চেন্জ করে শেষ পর্যন্ত ডুকতে পারছি।

আপনারা আমার মিডিয়া ফায়ারের সমস্যার সমাধান দেন।

...................................................................................................

Level 0

আমি পথহারা পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 536 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আজাইরা, তুমারে কইলামনা এইডা জিপির সমস্যা। জিপি দিয়া শুধু সামু না আরো অনেক সাইটে প্রবেশ করা যায় না। ১২১-এ ফোন দাও। মিডিয়া ফায়ারের সমস্যা একই। ট্রাই করতে চাইলে রবি দিয়া নেট চালাইয়া দেখ!!!

    ভাইয়া আপনার যদি পোস্টপেইড সীম না থাকে তাহলে 121 এ ফোন দেবার কোন প্রয়োজন নেই। কেননা এখানে আপনি তেমন কোন সমাধান পাবেন না।

    শুধু তাই না ! তুমি http://mobile-files.com/forum/ – এ সাইটেও ঢুকতে পারবা না । কারণ Server থেকে এই সাইটগুলো বন্ধ করে দেওয়া আছে ।

    সোহেল ভাই, জিপি দিয়ে সামুতে ঢুকতে সমস্যা হয়। আর মিডিয়াফায়ারের সমস্যা আমার সিটিসেল এ ও হয়। ১২১ এ কল না দিয়ে এখানে একটা ইমেইল করেন অনেক তাড়াতাড়ি সমাধান পাবেন। [email protected] এখান থেকে সমাধান না দিতে পারলে আর কোথাও থেকে সমাধান দিতে পারবে না।

তাহলে এই সমস্যার স্থায়ী সমাধান কি?

আর এই সমস্যা কি শুধু আমারই নাকি সব জিপি ইউজার দের???

    এর স্থায়ী সমাধান হলো – আপনি কোন Broadband Server ব্যবহার করেন , যাদের এই ধরণের সাইটগুলো Block করা নেই ।

    এই সমস্যা শুধু আপনার নয় , এটা সকল জিপি ইউজারের ক্ষেত্রে প্রযোজ্য ।

    ভাই এইটা তো সম্ভব না। কারন আমি গ্রামে থাকি।

    ভাই একটেল রবি use করে দেখতে পারেন……………

Level 0

how can i upload or change my profile picture plz help me??????????