আমি ওয়ার্ডপ্রেসে খুব বেশি নতুন না। আবার খুব বেশি জানি তাও না। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শুরু করেছি ১ বছর হবে। তবু এখন অনেক কিছু অজানা। আমি নতুন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এর কাজের দুইটা জিনিষ পারি না। expert কেউ হেল্প করেন।
১। পোস্টে এই ধরনের rating bar কিভাবে add করবঃ
২। সার্চ বারে এইরকম কেটাগরি Drop-down কিভাবে দেবঃ
আমি ফয়সাল রিমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।