আমার সর্বমোট বাজেট ২০ হাজার টাকা। চাইলে হয়তো এদিক সেদিক করে ২/৩ হাজার বাড়ানো যাবে। তবে ২০ হাজারেই সারতে পারলে খুব ভালো হবে। 🙂 পিসির কনফিগারেশন কেমন চাই বলতে গেলে এক কথায় বলে দেয়া যায়, "ফিফা ১৩ কিংবা নীড ফর স্পীড খেলা যাবে এরকম পিসি কিনতে চাচ্ছি"
সেলবাজারে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। সেখানে একটা এড দেখলাম, সেটায় যে প্যাকেজ দেয়া আছে সেটা এরকম।
Gaming Core i3, 3.30 GHz 3rd Gen 3yrs Replacement Warranty, 2 Gb- 250 GB
All Products are Brand New & Intact Boxed
CORE i 3 3.30 GHz 3RD GENERATION 3 YEARS REPLACEMENT WARRANTY 19,9991. PROCESSOR: 3.30 GHZ INTEL CORE i 3. 3RD GEN MODEL 3220 (REPLACEMENT WARRANTY 3 YEARS)
2. MOTHER BOARD: INTEL CHIP SET H61(REPLACEMENT WARRANTY 3 YEARS)
3. GRAPHICS CARD: INTEGRATED 1 GB FOR HIGH PERFORMANCE GAMING
4. AUDIO: REAL TACK HIGH DEFINITION AUDIO.
5. RAM: 2 GB DDR3 (REPLACEMENT WARRANTY LIFE TIME)
5. HDD: 250 CHANGE ANY BARND & SIZE (REPLACEMENT WARRANTY 1/2 YEARS)
6. CASING: ATX CASING WITH HEAVY COOLING.
7. POWER SUPPLY: 450 WATT
8. DVD RW: (Optional ) SAMSUNG 24X DVD WRITER Please Add 1450 taka for write (REPLACEMENT WARRANTY 1 YEAR)
9. Mouse: 3D USB Optical
10.Keyboard: USB Standard Bijoy Bangla
এডের লিঙ্ক দিচ্ছি না, সম্ভবত টিটি'র নিয়মাবলীর সাথে যাবে না, তবে আপনারা সেল্বাজারে খুজলেই পেয়ে যাবেন।
আমি ফোন করে জেনে নিয়েছি যেটা, সেটা হলো মাদারফোর্ডের ম্যানুফ্যাকচারার কোম্পানী ইন্টেল কিংবা গিগাবাইট নয়, সেটা বায়োস্টার। বায়োস্টার নিয়ে অনেকের অভিজ্ঞতাই খারাপ বলে শুনেছি।
২০ হাজারের ভেতর কেমন সিপিউ পাওয়া যাবে সে ব্যাপারে আমাকে কেউ পরামর্শ দিলে ভালো হতো। চা এর সাথে টাও খাবার অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম 🙂 😀
উল্লেখ্যঃ আমি শুধুই সিপিউ কিনতে চাচ্ছি, মনিটর নয়। সিপিউতে আমার র্যাম এবং ডিভিডি রাইটার না হলেও চলবে।
আমি রাইসুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।