আস্সালামুআলাইকুম।
অনেক দিন পর সাহায্যের আবেদন নিয়ে টিউন করতেছি। পারলে কেউ একটু কষ্ট করে সাহায্য করবেন আশা করি।
আমার একটা ট্যাবলেট আছে। বিদেশ থেকে পাঠানো। "HunyDon" এর ট্যাব। প্যাটার্ন লক দেওয়া ছিল। কয়েকবার ভুল প্যাটার্ন দিলে কিভাবে লক হয়ে যায় সেটাতো আশা করি সবাই জানেন। এইটা আমার স্যামসাং গ্যালাক্সি মোবাইলের ক্ষেত্রেও হইছিল। কিন্তু মোবাইলে হার্ড রিসেট দিয়ে ঠিক করে ফেলছি। কিন্তু ট্যাব এ হার্ড রিসেট এর প্রসেস (ভলিউম আপ + পাওয়ার বাটন {চাইনিজ ট্যাবগুলোর মত এইটাতেও হোম বাটন নাই}) কাজ করতেছে না। এখন কিভাবে এইটা ঠিক করতে পারি যদি কেই পারেন তাহলে কমেন্টে একটা সলিইশন দিয়েন। আর বিভিন্ন মার্কেটে প্রফেশনালরা কিভাবে এন্ড্রয়েড ডিভাইস গুলো ফ্লাশ করে সেইটাও যদি কেউ জানেন তাহলে আশা করি শেয়ার করবেন। ধন্যবাদ
আমি মইনুল কবির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
you may follow bellow references,,,
https://www.techtunes.io/android/tune-id/182305
https://www.techtunes.io/android/tune-id/235659