মিডিয়াফায়ার ডাউনলোড সংক্রান্ত সমস্যার সমাধান চাই।

আমি কিছু দিন ধরে খুবই সমস্যায় আছি। প্রবাসী ভাইয়ের  দেয়া লিংক থেকে ডাউনলোড করতে গিয়ে দেখা যায়। রিজিউম সাপোর্ট করে না। এবং এমনকি ১ম পার্ট বা ২য় পার্ট ডাউনলোডের পর আর পরবর্তী পার্ট গুলো ডাউনলোড করা যায় না। তাই আমি আইডিএম আন ইনষ্টল করেছি। কিন্তু কোন কাজ হয় নি।

এমনকি আমি আমার ব্রাউজারের ক্যাশ মুছে দিয়েছি কিন্তু তাতেও কাজ হয় না।  আমি এই সমস্যার সমাধান কি তা আপনাদের কাছে জানতে চাই।

Level 0

আমি পথহারা পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 536 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

রিজিউম তো দূরের কথা নতুন কোন কিছুই আমি মিডিয়াফায়ার থেকে ডাউনলোড করতে পারতেছি না। কি যে সমস্যার মধ্যে আছি?

    Level 0

    এক কাজ করুন আপনি
    ১. ব্রাউজার এবং দুইটাই আনিন্সটল করুন
    ২. রিস্টার্ট দিন
    ৩. পুনরায় চালু হবার পর আবার ইন্সটল দিন

আমি এখনই মিডিয়াফায়ার থেকে ডাউনলোড করালাম কোনো সমস্যাই হল না,রিসিউম করলাম দুই-তিনবার কোনো সমস্যা হল না।আর আমি ডাউনলোড ম্যানেজার “অরবিট” ব্যবহার করছি।

ভাই আমি অরবিট ডাউনলোড ম্যানেজার ও ইনষ্টল করেছিলাম কিন্তু কোন কাজ হয় না। ডাউনলোডই শুরু হয় না।

আপনি system mechanic অথবা কোন regestry cleaner দিয়ে clean / optimise করে restrat করুন আশা করি resume হবে। আমাদের একই সমস্যা হয়েছিল, এই পদ্ধতিতে কাজ হয়েছে।