আসালামুয়ালাইকুম আশা করি সবাই ভাল আছেন। অনেকদিন যাবত টিটি এর সাথে আছি। অনেক কিছু সিখেছি। টিটি এবং অন্যান্য ব্লগ এর সাহায্য নিয়ে আমি wapka তে একটা মোবাইল ওয়াপসাইট তৈরি করেছি।
http://www.newsoftmela.wapka.mobi
কিন্তু wapka এর বর্তমান সিস্টেম পরিবর্তন হউয়ার কারনে বিভিন্ন ব্লগ দেখে শত চেষ্টা করেউ কিভাবে কোন soft,game, বা sonng ফাইল গুলো আপলোড করে বিভিন্ন পেজ বা ক্যাটাগরিতে সাজাবো সেটা বুঝতে পারতেছিনা। আমি জানি টিটি তে অনেক অভিজ্ঞ ভাইয়েরা আছেন। দয়া করে কেউ একটু হেল্প করেন আমাই। প্লিজ কমেন্ট করে আমার সমস্যার সমাধান করে দিন বা আপনার ব্লগে যদি এ বিষয়ে টিউন থাকে তবে আমাই লিঙ্ক টা দিন।
সবাইকে ধন্যবাদ আমার পোস্ট টা পড়ার জন্নে। কেউ যদি আমার একটু সাহায্য করেন তবে অনেক অনেক কৃতজ্ঞ থাকব।
আমি মোঃ আওয়াল-উর-রহমান শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 333 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।