কয়েকটি প্রশ্ন ছিল! সাহায্য চাই

১. আমার অতিরিক্ত একটি সাটা SATA হার্ডডিস্ক কে USB এর মাধ্যমে পিসিতে কানেকট করবো কিভাবে? Portable External HDD এর মত।
২. comress.dll কি কোন ভাইরাস? এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? এটি কি কি ক্ষতি করতে পারে?
৩. Antivirus C ড্রাইভ এ ইন্সটল করা একটি প্রয়োজনীয় সফটওয়্যার কে পিসি রিস্টার্ট করলে ডিলিট করে দেয়। আগে করতো না। তবে C ড্রাইভ স্ক্যান দেওয়ার পর থেকে সমসসা হচ্ছে। এখন আমি চাই Antivirus ওই ফাইলটি ডিলিট করবে না। এটা কি সম্ভব? এর জন্য কি করতে হবে? Antivirus: EsetNor32
৪. টেকটিউনস এর অফ লাইন ভার্সন কি কারো কাছে আছে? w3school.com বা bdpips.com এর মত। বিশেষ করে চট্টগ্রাম এর কারো কাছে থাকলে জানাবেন। আর যদি না থাকে তাহলে কিভাবে করা যাবে। এর জন্য সফটওয়্যার আছে। যেমনঃ Teleport, HTTrack ইত্তাদি। কিন্তু এমন কোন web copier আছে যাতে করে আমি Pause / Resume করে করে টেকটিউনস কে copy করতে পারব। কারন এটি অনেক বড় একটি website। আমার slow এবং limited ইন্টারনেট। তাই resume করার অপশন তা জরুরী। একটানে কপি করা সম্ভব না।

Level 0

আমি MD. Nasir Uddin.। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

প্রথমঃ মনে হয়না এমন করা যায়। যদিও যায় তাহলে আপনাকে কম্পিউটার সেরভিসিং-এর দোখানে করতে পারবে।

দ্বিতীয়ঃ ওইটা ভাইরাস না তবে ফেক ভাইরাস হতে পারে। আপনি এই লিঙ্কে গিয়ে সমাধান পেতে পারেন।

তৃতীয়ঃ এই সমস্যার সমাধানএর জন্য এই লিঙ্কে যেতে পারেন।

চতুর্থঃ আমিও আপনার সফটওয়্যার গুলু ছাড়া অন্য কোন রিজিউম করা যাই এমন সফট ছিনি না। তবে টেকটিউন ব্লগ তাই এখানে রেগুলার পোষ্ট আপডেট হয়। রিজিউম ডাউনলোডে প্রবলেম হতে পারে।

ওয়েবসাইটঃ TroyMama

Level 0

১) সাটা-টু-ইউএসবি (SATA to USB) কনভার্টার কিনে নিতে পারেন। এর সাথে আপনি পাবেন পাওয়ার এডাপ্টার, সাটা ডাটা ও পাওয়ার কেবল এবং ইউএসবি কানেক্টরযুক্ত কনভার্টার। এর মাধ্যমে আপনি আপনার হার্ডডিস্কটি একটি ইউএসবি ড্রাইভ (যেমন পেন ড্রাইভ) এর মত ব্যবহার করতে পারবেন। আমি শেষ যে বার কিনেছিলাম, ৫০০/- লেগেছিলো। তবে একটি উল্লেখযোগ্য বিষয়- ডাটা ট্রান্সফার রেট USB 2.0 অপেক্ষা বেশি হবে না যা আপনার সাটা হার্ডডিস্কের গতির তুলনায় কম (SATA2.0= 300MB/s, SATA3.0= 600MB/s). আরেকটি বিষয়- ইন্টার্নাল হার্ডডিস্ককে এক্সটার্নাল হার্ডডিস্ক হিসেবে ব্যবহার করা ঝুঁকিপূর্ণ কেননা তা ঘাতসহ (shock proof) নয়।

২) comress.dll ফাইল বলতে কি আপনি compress.dll বোঝাচ্ছেন? compress.dll কোন সিস্টেম ফাইল নয়, সম্ভবত এটি অন্য থার্ডপার্টি সফটওয়্যারের লাইব্রেরী থেকে আগত। আপনি আপনার এন্টি-ভাইরাস দিয়ে পরীক্ষা করুন, ফলাফলে সন্তুষ্ট না হলে আপনি ESET এর কাছে অ্যানালাইসিসের জন্য পাঠাতে পারেন। এজন্য আপনাকে ফাইলটির উপর রাইট ক্লিক করে Advanced options >> Submit files for analysis… এ ক্লিক করে নির্দেশনা অনুযায়ী সাবমিট করুন। (আমি ধরে নিয়েছি আপনার ESET NOD32 Antivirus ইন্সটল করা আছে)।

৩) এন্টি-ভাইরাস যে ফাইলটিকে সন্দেহ করে তা রিমুভ করতে দেয়াই নিরাপদ। তবে আপনি যদি নিশ্চিত হন তা ঝুঁকিপূর্ণ নয় তা হলে আপনি এটিকে আপনার এন্টি-ভাইরাস প্রোগ্রামের Exclusions এ যুক্ত করতে পারেন; ফলস্বরূপ তা আর স্ক্যান করা হবে না। আপনি ESET NOD32 open করে নিম্নেক্ত সেটিংসে যান-
Setup >> Enter advanced setup >> Computer >> Antivirus and antispyware >> Exclusions
ডানদিকের কলামের নিচে Add.. বাটনে ক্লিক করে যে ফাইল বা ফোল্ডার নির্ধারণ করবেন তা-ই স্ক্যান থেকে বাদ দেয়া হবে।
ফাইলটি যদি ইতিমধ্যেই রিমুভ করা হয় তবে তা Quarantine এ খুঁজে দেখুন (Tools >> Quarantine) এবং ফাইলটির উপর রাইট ক্লিক করে Restore ক্লিক করুন।

৪) টেকটিউনস একটি কমিউনিটি ব্লগ যা ক্রমাগত পরিবর্তনশীল, এর পোষ্ট এবং লে-আউট উভয়ই প্রায়শই পরিবর্তন/যুক্ত করা হয়। তাই একটি স্ট্যাটিক ওয়েব সাইটের মত এটিকে সংরক্ষণ করা সম্ভব নয়।

Level 0

2 no. Problem ta amar o,
tt download er jonno Ofline Explorer e best(as i use) google e search din, eta metaproduct er website e paben(may be probashi vai er ekta tune ase tt te, oi khane active korar system paben)

সবাইকে ধন্যবাদ। আরও একটা সমস্যা। কমেন্ট এ কাউকে mention করব কিভাবে? এভাবে? @Iimaj ভাই, না ওটা comress.dll ই। ওটা আমার Pendrive এর মাদ্ধমে আসে। Pendrive কানেকট করালে আমার USB DISK Security comress.dll ditect করে। কিন্তু ওই Pendrive থেকে ডাটা ট্রান্সফার করলে ট্রান্সফার করা সকল ফোল্ডার এ comress.dll ছড়িয়ে যায়। ডাটা ট্রান্সফার এর আগে pendrive ব্রাউস করলে কিন্তু comress.dll কে পাওয়া / দেখা যায় না। কিন্তু ট্রান্সফার এর পর HDD এ ট্রান্সফার করা সকল ফোল্ডার এ comress.dll দেখা যায়। তবে কোনও ক্ষতি এখনো করেনি।
আর TT কপি কেউ কেউ করেছে। আমি একজন কে পেয়েছি। কিন্তু উনি আমার থেকে অনেক দূরে থাকেন, কুমিল্লায়।

@Oneem Khan এটি করা যায়। Iimaj ভাই যেমনটি বললেন…… আমি youtube এ সার্চ করেছি। কিন্তু জিনিসটা কি সেটাই বুঝলাম না।

Teleport, HTTrack এই সফটওয়্যারস গুলোতে কি রিসম করা যায়?

ভাই @Oneem Khan। আপনার লিঙ্ক গুলো পাওয়া যায় নি।