১. আমার অতিরিক্ত একটি সাটা SATA হার্ডডিস্ক কে USB এর মাধ্যমে পিসিতে কানেকট করবো কিভাবে? Portable External HDD এর মত।
২. comress.dll কি কোন ভাইরাস? এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? এটি কি কি ক্ষতি করতে পারে?
৩. Antivirus C ড্রাইভ এ ইন্সটল করা একটি প্রয়োজনীয় সফটওয়্যার কে পিসি রিস্টার্ট করলে ডিলিট করে দেয়। আগে করতো না। তবে C ড্রাইভ স্ক্যান দেওয়ার পর থেকে সমসসা হচ্ছে। এখন আমি চাই Antivirus ওই ফাইলটি ডিলিট করবে না। এটা কি সম্ভব? এর জন্য কি করতে হবে? Antivirus: EsetNor32
৪. টেকটিউনস এর অফ লাইন ভার্সন কি কারো কাছে আছে? w3school.com বা bdpips.com এর মত। বিশেষ করে চট্টগ্রাম এর কারো কাছে থাকলে জানাবেন। আর যদি না থাকে তাহলে কিভাবে করা যাবে। এর জন্য সফটওয়্যার আছে। যেমনঃ Teleport, HTTrack ইত্তাদি। কিন্তু এমন কোন web copier আছে যাতে করে আমি Pause / Resume করে করে টেকটিউনস কে copy করতে পারব। কারন এটি অনেক বড় একটি website। আমার slow এবং limited ইন্টারনেট। তাই resume করার অপশন তা জরুরী। একটানে কপি করা সম্ভব না।
আমি MD. Nasir Uddin.। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রথমঃ মনে হয়না এমন করা যায়। যদিও যায় তাহলে আপনাকে কম্পিউটার সেরভিসিং-এর দোখানে করতে পারবে।
দ্বিতীয়ঃ ওইটা ভাইরাস না তবে ফেক ভাইরাস হতে পারে। আপনি এই লিঙ্কে গিয়ে সমাধান পেতে পারেন।
তৃতীয়ঃ এই সমস্যার সমাধানএর জন্য এই লিঙ্কে যেতে পারেন।
চতুর্থঃ আমিও আপনার সফটওয়্যার গুলু ছাড়া অন্য কোন রিজিউম করা যাই এমন সফট ছিনি না। তবে টেকটিউন ব্লগ তাই এখানে রেগুলার পোষ্ট আপডেট হয়। রিজিউম ডাউনলোডে প্রবলেম হতে পারে।
ওয়েবসাইটঃ TroyMama