Blogspot থেকে .Com Domain setup অভিজ্ঞ ভাইদের সাহায্য …।

টেকটিউনে ব্লগ শব্দটির সঙে পরিচয় টেকটিউন এর সঙে থেকেই ব্লগিং এ হাতে খড়ী । এই ব্লগ থেকেই যে একদিন কিছু ডলার ইনকাম হবে তা ভাবতে পারি নি । যাই হোক প্রথম ইনকাম টা ব্লগ এর জন্নই ব্যবহার করব এমন টা ভাবলাম মানে ব্লগস্পট ডোমেইন বাদ দিয়ে .com ডোমেইন নিতে চাই , ডোমেইন রেজিস্টার করা টা হয় ত জানা আছে একটু গুগল সার্চ দিলেই কাস্টম ডোমেইন সেটআপ করতে পারব।

আমি জানি টেকটিউনে আমার অনেক অভিজ্ঞ বর ভাই আছেন যারা আগে কাস্টম ডোমেইন সেট করেছেন ,তাদের কাছে আমার কিছু প্রশ্ন আশা করি সাহায্য পাবো ।

যাই হোক প্রশ্ন গুল নিন্ম রুপ

১. ইন্টারনেট এ অনেক ওয়েবসাইট রয়েছে কোথা থেকে ডোমেইন নিলে ভাল হবে ?

২. ব্লগস্পট এ ডোমেইন সেট করতে কি আলাদা HOSTING কিনতে হবে?

৩. নতুন ডোমেইন সেট করলে আমার পুরন ব্লগ এর পোস্ট গুল থাকবে কি আর থাকলে পুরনো পোস্ট এর url link কি পরিবর্তন হবে?

৪. গুগল সার্চ এ ব্লগ এর পোস্ট গুলর লিঙ্ক যেমন দেখাতো ডোমেইন সেট করার পর গুগল সার্চ এ পুরনো পোস্ট গুল কেমন হবে?

৫. ব্লগ এ যে সকল অ্যাড ছিল ডোমেইন নেবার পর অ্যাড শো করবে?

৬. আমার ব্লগস্পট ডোমেইন techplus24 কিন্তু এই ডোমেইন নাম টার [.কম ] available নাই তাই অন্য কোন ডোমেইন নিলে কোন প্রবলেম হবে?

৭. নতুন ডোমেইন আর হস্ট নিয়ে ওয়ার্ডপ্রেস এ ব্লগ করে আমার ব্লগার ব্লগ সেট করতে পারব কি?

৮. নতুন ডোমেইন সেট করলে আগের মত ভিসিটর পাবো ? আমার ব্লগ এর কিছু পোস্ট আছে যে গুলো থেকে প্রচুর ট্রাফিক ভিসিটর আসে এবার নতুন ডোমেইন এর জন্য সেগুলোর কি কোন পরিবর্তন হবে?

যাই হোক বোকার মত অনেক গুলো প্রশ্ন করে ফেললাম আশা করি কেউ একজন অবশ্যয় এই ছোট ভাই টি কে সাহজ্জ করবে।

ধন্যবাদ সবাই কে। আমার ব্লগ Techplus24

Level 0

আমি onlinesaumen। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 183 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

আপনার উত্তর গুলো পর্যায় ক্রমে।

১)দেশি- bitlybull বিদেশি- godady
২) না
৩) পুরনো পোস্ট গুল থাকবে। আর লিঙ্ক গুল পরিবর্ত হবে।
৪) নতুন করে এস ই ও করতে হবে, তবে আগের লিঙ্ক গুল আপনা আপনি রি-ডিরেক্ত হবে ।
৫) মূলত অ্যাড প্রদানকারি প্রতিষ্ঠান এর নিয়মের উপর নির্ভর করবে।
৬) না
৭) ব্লগার ব্লগ থেকে ওয়ার্ডপ্রেস এ নেয়া যায়, ওয়ার্ডপ্রেস থেকে ব্লগার ব্লগ এ নেয়া যায় না।
৮) কোন সমস্যা হবার কথা না। তবে আপনাকে স্পাম এর দিকে সতর্ক থাকতে হবে। আর আপনি যদি ঐ সাইট এ কোন পোস্ট আর জন্য গুগল থেকে ক্লেম পান, তা যদি ১ বারও হয়, তা হলে ভুলেও ডোমেইন নাম পরিবর্তন করতে যাবেন না। সব হারাবেন ৬০ দিন আর মধ্যে।

Level 2

Domain kinte and set korte ami help korte pari, apner jodi payment method na thake ami kine apner accounte transfer kore dite pari. If you need

আপনি ওয়ার্ডপ্রেস থেকেও ব্লগারে ব্লগ ট্রান্সফার করতে পারবেন এজন্য http://wordpress2blogger.appspot.com/ এই সাইটের সাহায্য নিন।

১০০% এড মুক্ত HD মুভি ডাউনলোড সাইট

thanks @anead vai.
@abdul vai tar pryojon hobe na amar veryfied paypal ac te 30 usd royece asha kori ebar kaje laagbe.