সাহায্য চাই! সাহায্য চাই! সাহায্য চাই!

আশা করি আপনারা সবাই ভাল আছেন।আজ আপনাদের কাছে একটা সাহায্যের জন্য আশা হলো। বিশেষ করে প্রবাসী ভাইয়ের কাছে। আমি প্রায় অনেক দিন যাবত Macro media Flash চালিয়ে আসছি। কিন্তু এর নতুন সংস্করন চালু হয়েছে অনেক আগেই যার নাম Adobe Flash। আমি বাজারে গিয়ে এর সিডি কিনলে ইনস্টল কারার সময় দেখি যে এর সিরিয়াল কি চায়।সিডির সিরিয়াল কি দিলে তা কাজ করে না। তাই আপনাদের কাছে। কেউকি একটু সাহায্য করবেন Adobe Flash এর Full এবং ফ্রি ডাউনলোড লিংক দিয়ে। খুবই কৃতজ্ঞ হবো।

আশা করি আপনাদের মধ্যে কেউ আমাকে সাহায্য করবেন।

Level 0

আমি Shoptorshy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 163 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভাল বাসি নতুন নতুন তথ্য প্রযুক্তি সম্পর্কে জানতে ও সবার সাথে শেয়ার করতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বুঝলাম না ! আপনি কী ফ্লাশ প্লেয়ারের কথা বলছেন , না ফ্ল্যাশ ডেভেরপমন্টের কথা বলছেন । ফ্ল্যাশ প্লেয়ার তো সবসময়েই ফ্রী পারেন এইখানে – http://www.adobe.com/go/getflash

এনিমেশন সফটওয়্যার / ফ্ল্যাশ ডেভেলপমেন্ট সফটওয়্যার এডোব ফ্লাশ এর কথা বলছি। এডোব ফ্লাশ প্লেয়ার যে ফ্রিতে পাওয়া যায় তা আমি জানি। যেহেতু আমি মেক্রোমিডিয়া ফ্লাশ এর কথা বলেছিলাম।

    আপনি যদি macromedia flash professional 8 চান তো আমি সিরিয়াল কী’সহ দিতে পারি।জানাবেন।

প্রবাসী ভাই Macromedia Flash Professional 8 সিরিয়াল কি সহ আমার কাছে আছে। এটা অনেক দিন যাবত চালাইতেছি। কিন্তু যখন থেকে Macromedia কোম্পানীকে Adobe কোম্পানী কিনে নেওয়ার ফলে তা এখন Adobe Flash এ পরিনত হয়েছে। আমি শুনেছি এতে নতুন নতুন অনেক ফিচার যুক্ত হয়েছে। যার ফলে ওয়েব ডিজাইন এবং এনিমেশন অনেক সহজ হয়েছে।তাই আমার এডোব ফ্লাশ এর প্রয়োজন ছিল। দয়া করে এডোব ফ্লাশ টি সিরিয়াল কি সহ দিবেন। দিলে কৃতজ্ঞ হবো।কারন ফ্লাশ এর প্রতি আমার একটা নেশা আছে। আমি এনিমেশন করতে খুব পছন্দ করি।

ও আচ্ছা ! তাই বলেন 🙂 আমি আরো ভাবলাম … ধ্যাত ! এই নিন লিন্ক Adobe Flash CS3 Professional v9 এর লিন্ক কী-জেন সহ – http://bit.ly/aUOwdM

Level 0

good think

বস আপনার দেওয়া লিংকি থেকে আমি সফটওয়্যারটি ডাউনলোড করি কিন্তু এটি কাজ করে নি। Installation Failed দেখায়। দয়া করে ভালো লিংকটি দিবেন। খুবই কৃতজ্ঞ হবো।