সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমি টিটির একজন নিয়মিত ভিজিটর। আমি একটি সমস্যাতে পড়েছি যা অনেকেই উপরোক্ত শিরোনাম দেখেই বুঝতে পারছেন। এখানে যারা অভিজ্ঞ টিটি ভাইয়েরা আছেন তাদের নিকট হতে একটু সহযোগীতা চাচ্ছি। আশা করি নিরাশ করবেন না।
আমার একটি ফ্রি ব্লগিং সাইট রয়েছে, বয়স হবে প্রায় ৬-৭ মাসের বেশী। অবশ্য উক্ত ব্লগটিতে ফ্রি ডোমেইন dot.tkসাইট যোগ করেছি। ব্লগটিতে সমস্ত কন্টেন্ট ইংরাজীতে করা। এখানে পার ডে ভিজিটর প্রায় ৫০০ এর মত। ইচ্ছা আছে আমার ব্লগটিকে অনেক দূর নিয়ে যাব ইনশাআল্লাহ। এবং টার্গেট করছি গুগল অ্যাডসেন্সকে অ্যাপ্রোভ করানো। যাইহোক আমাদের দেশে অনেকেই আছেন যারা নিজে ব্লগ সাইট বানিয়ে সেখানে অনেকেই কিছু আয় করছেন। প্রিয় প্রযুক্তি সাইট টিটিতে এমন অনেকেই আছেন।
এখানে জানাতে চাচ্ছি যাদের ফ্রি ডোমেইন .টিকে সাইট দিয়ে ব্লগ চালাচ্ছেন সেখানে কি গুগল অ্যাপ্রোভ করা যাবে?
যদি গুগল ডট .টিকে ডোমেইনকে সার্পোট না করে তাহলে চিটিকা, বিডভারটাইজার, ক্লিকসর সার্পোট করবে কি?
আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
apni dit.tk dia adsens e apply korte parben