ভাল মানের ডিজিটাল ক্যামেরা সম্পর্কে ধারনা চাই।

এর আগে বিভিন্ন সময় একটি ডিএসএলআর কেনার ইচ্ছা থাকলেও বিভিন্ন কারনে (অর্থনৈতিক কারনই মূখ্য) কেনা হয়নি।এবার আমি কাছাবেধে নেমেছি। শুক্র, শনিবারের মধ্যেই কিনব। টাকা রেডি, ব্রান্ড এবার পছন্দ করেছি যেটা আগেরবার কনফিউশনে ছিলাম।যাহোকঃ

ব্রান্ডঃ নাইকন (NIKON)
মডেলঃ D3000 (প্রাথমিক পছন্দ)
বাজেটঃ ৩৬,০০০ - ৩৮,০০০ টাকা (,০০০ ,০০০ টাকা বাড়ানো যাবে)

একটা কথা শুনলাম যে এতে কোন লাইভ ভিউ মোড নেই, তার মানে আমি কি এলসিডিতে দেখে ছবি তুলতে পারব না। আবার ভিডিও নাকি করা যায় না। আমি এর আগে পয়েন্ট এন্ড শুট ক্যামেরা ইউজ করেছি এবং ক্যামেরার সাথে চোখ লাগিয়ে ছবি তোলার অভ্যাস নাই দুরথেকে এলসিডিতে দেখে ছবি তুলি। এখন এই ক্যামেরায় এলসিডি দেখে ছবি তুলতে পারব না?

সবার কাছে আবেদন এই বাজেটের মধ্যে বেটার চয়েস থাকলে বলুন। আর ভিডিও থাকলে আরও ভাল। অন্য ব্রান্ড হলেও বলুন।

Level 0

আমি মোঃ সামীউল ইসলাম হিরন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

http://bdpricelist.com
এই সাইটিতে দেখতে পারেন। আপনি এখানে সব ধরনের কেমেরার মূল্য ও বিস্তারিত পাবেন। খুব ভাল একটি সাইট। কাজের সাইট। বাংলাদেশে এরকম একটা সাইট দরকার ছিল।
ধন্যবাদ।

আপনি যদি ডিএসএলআর এর পরিবর্তে কমপ্যাক্ট ক্যামেরা কিনতে চান তবে আপনার বাজেটের মধ্যে SONY-র সাইবার শট DSC-TX1 বেস্ট অপশন হতে পারে।
এটা সবথেকে ছোট সাইজের অত্যন্ত উন্নত মানের ক্যামেরা। এর সুধিাগুলো হলো-
১) খুবই ছোট সাইজ, মোবাইল ফোনের মতো।
২) অত্যন্ত স্বল্প আলোতে নিখুত ছবি তুলতে সক্ষম।
৩) হাই ডেফিনেশন (HD) ভিডিও- প্রায় ভিডিও ক্যামেরার মানের ছবি সাউন্ডসহ তোলে।
৪) সুইপ প্যানারোমা অপশন- যা অধিকাংশ ক্যামেরাতে নেই।
৫) ১০.২ মেগাপিক্সেল
৬) সম্পূণৃ টাচ স্ক্রীন।
৭) জাপানে তৈরী।
……………….. মূল্য : ৩৫,০০০ টাকা (SONY শোরুমে), বাইরের দোকানগুলোতে ৩০,০০০ – ৩২,০০০ টাকায় পাওয়া যায় তবে সেখান থেকে না কেনাই ভালো।

অবশেষে কোনটা কিনছেন জানাতে ভুলবেন না !!!

আপনি যদি ডিএসএলআর এর পরিবর্তে কমপ্যাক্ট ক্যামেরা কিনতে চান তবে আপনার বাজেটের মধ্যে SONY-র সাইবার শট DSC-TX1 বেস্ট অপশন হতে পারে।
এটা সবথেকে ছোট সাইজের অত্যন্ত উন্নত মানের ক্যামেরা। এর সুধিাগুলো হলো-
১) খুবই ছোট সাইজ, মোবাইল ফোনের মতো।
২) অত্যন্ত স্বল্প আলোতে নিখুত ছবি তুলতে সক্ষম।
৩) হাই ডেফিনেশন (HD) ভিডিও- প্রায় ভিডিও ক্যামেরার মানের ছবি সাউন্ডসহ তোলে।
৪) সুইপ প্যানারোমা অপশন- যা অধিকাংশ ক্যামেরাতে নেই।
৫) ১০.২ মেগাপিক্সেল
৬) সম্পূণৃ টাচ স্ক্রীন।
৭) জাপানে তৈরী।
……………….. মূল্য : ৩৭,০০০ টাকা (SONY শোরুমে), বাইরের দোকানগুলোতে ৩০,০০০ – ৩২,০০০ টাকায় পাওয়া যায় তবে সেখান থেকে না কেনাই ভালো।

অবশেষে কোনটা কিনছেন জানাতে ভুলবেন না !!!

    ভাই,
    ধন্যবাদ আপনার মতামতের জন্য।
    অবশেষে আমি Nikon D3000 কিনলাম।

এতে আছে ৩” এলসিডি স্ক্রিন।

SONY-র সাইবার শট DSC-TX1 ক্যামেরাটি একটিমাত্র নেগেটিভ দিক হলো এর জুমিং ক্ষমতা ডিএসএলআর গুলোর থেকে কম।
এর অপটিক্যাল জুম 4x.