এর আগে বিভিন্ন সময় একটি ডিএসএলআর কেনার ইচ্ছা থাকলেও বিভিন্ন কারনে (অর্থনৈতিক কারনই মূখ্য) কেনা হয়নি।এবার আমি কাছাবেধে নেমেছি। শুক্র, শনিবারের মধ্যেই কিনব। টাকা রেডি, ব্রান্ড এবার পছন্দ করেছি যেটা আগেরবার কনফিউশনে ছিলাম।যাহোকঃ
ব্রান্ডঃ নাইকন (NIKON)
মডেলঃ D3000 (প্রাথমিক পছন্দ)
বাজেটঃ ৩৬,০০০ - ৩৮,০০০ টাকা (১,০০০ – ২,০০০ টাকা বাড়ানো যাবে)
একটা কথা শুনলাম যে এতে কোন লাইভ ভিউ মোড নেই, তার মানে আমি কি এলসিডিতে দেখে ছবি তুলতে পারব না। আবার ভিডিও নাকি করা যায় না। আমি এর আগে পয়েন্ট এন্ড শুট ক্যামেরা ইউজ করেছি এবং ক্যামেরার সাথে চোখ লাগিয়ে ছবি তোলার অভ্যাস নাই দুরথেকে এলসিডিতে দেখে ছবি তুলি। এখন এই ক্যামেরায় এলসিডি দেখে ছবি তুলতে পারব না?
সবার কাছে আবেদন এই বাজেটের মধ্যে বেটার চয়েস থাকলে বলুন। আর ভিডিও থাকলে আরও ভাল। অন্য ব্রান্ড হলেও বলুন।
আমি মোঃ সামীউল ইসলাম হিরন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
check it out & try it…….
https://www.techtunes.io/tutorial/tune-id/20340/