সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমি টিটির একজন নিয়মিত ভিজিটর। আমি একটি সমস্যাতে পড়েছি যা অনেকেই উপরোক্ত শিরোনাম দেখেই বুঝতে পারছেন। এখানে যারা অভিজ্ঞ টিটি ভাইয়েরা আছেন তাদের নিকট হতে একটু সহযোগীতা চাচ্ছি। আশা করি নিরাশ করবেন না।
বর্তমানে আমার পিসিতে ডুয়াল হিসাবে দুটি অপারেটিং সিস্টেম ব্যবহার করছি। তথা- উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ -৮.১। বলতে গেলে উইন্ডোজ ৮.১ নতুন ইনস্টল করেছি পিসিতে। উইন্ডোজ ৮.১ এ ক কথাতে অসাধারন। অনেক ভালো লেগেছে। কিন্তু এটি অপারেট করতে গিয়ে ২ টি সমস্যাতে পড়েছি তাহলো-
১। উইন্ডোজ ৭ এ- স্টার্ট বাটনে ক্লিক করলে সেখান হতে নানান প্রোগ্রাম অপারেট করা যায় এবং কোন প্রোগ্রাম ইন্সটল করা হয়েছে তা দেখা যায়। যেমন- All programes, Accessories, game, Calculator, System Tools প্রভৃতি প্রোগ্রাম অপারেট করা যেত। অর্থাত All programes হতেই কাংখিত কোন প্রোগ্রাম খুজে পাওয়া যেত কিংবা রান করা যেত। কিন্তু উইন্ডোজ -৮.১ এই সুবিধাটি দেখছিনা এবং কাংখিত প্রোগ্রাম রান করতে পারছিনা কিংবা তালিক শো করছেনা। এটি কোন সিস্টেমে রান করা যায় বা কোন থার্ড পার্টি ইউটিলিটির মাধ্যমে ব্যবহার করা যাবে কিনা তা জানালে উপকৃত হই?
২। আমার পিসি এএমডি ফেনম প্রসেসরযুক্ত, হার্ডডিস্ক ১ টেবি, র্যাম ৪ জিবি। বাট উইন্ডোজ -৮.১ ইনসটল করার পর মাডারবোর্ড সিডি সার্পোট করছেনা। অবশ্য এক্সপি, ৭ এ সার্পোট করত। সুতরাং গ্রাফিক্স মুড ইনস্টল করতে পারছিনা। কিভাবে সিডি হতে ইন্সটল করব তা অভিজ্ঞ টিটি ভাইয়ারা জানালে আমি সহ বহু ভিজিটর উপকৃত হই।
আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
1 ans :- স্টার্ট এ মাউস কার্সর রেখে লেফট বাটন এ ক্লিক করোন তারপর খেয়াল করুন নিচে একটা তির চিনহ আছে ওইটা তে ক্লিক করলে ইন্সটল করা সব এপ্স আসবে ।
২ উত্তর ঃ- কন্ট্রোল প্যানেলে ক্লিক করোন , view by কে large icon করেন তারপর নিচে windows update লেখা আছে ঐখানে ক্লিক করুন ,এখন একটা উইন্ডো আসছে এটার বাম পাশে লেখা আছে check for update এটা তে ক্লিক করুন আর আপডেট দিন । এরপর যদি না বুজে থাকেন তা হলে এই পেইজে আপনার সমস্যা বলেন , এটা উইন্ডোজ ৮ এর ফেসবুক পেজ
https://www.facebook.com/groups/janala8/