আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। অনেক আশা নিয়ে অনেক কস্টে টাকা যোগার করে স্যামসাং গ্যালাক্সি নোট কিনেছিলাম। কিন্তু ইন্টারনেট কয়েকঘন্টা ব্যবহার করলেই চার্জ শেষ হয়ে যায়। আবার আমি যদি ইন্টারনেট ব্যবহার নাও করি তবুও ডাটা কানেশন অন করা থাকলেও দ্রুত চার্জ চলে যায়। আবার যদি ডাটা কানেশন অফ করে রাখি তবে অনেকক্ষন চার্জ থাকে। এমনকি সারাদিনে ৫০% এর বেশী চার্জ থাকে।
আপনাদের সবার কাছে সাজেশন চাই, আমি এখন কি করব। কোন ফোন কিনব? কোন ফোনে বেশীক্ষন ইন্টারনেট ব্যবহার করতে পারব? অথবা ডাটা কানেকশন অন থাকলেও অন্ততপক্ষে পুরো ১ দিন চার্জ থাকবে ।
আইফোন ৫এস ও নিতে চেয়েছিলাম। কিন্তু আমার ধারনা নাই কতক্ষন ইন্টারনেট ব্যবহার করা যায়। গ্যলাক্সি এস৪ তে কতক্ষন ইন্টারনেট ব্যবহার করা যায় তাও জানিনা। এ ব্যাপারে আপনাদের সাহায্য চাই। জানতে চাই কোন স্মার্টফোনে বেশী সময় ইন্টারনেট ব্যবহার করা যায়। আইফোন , স্যামসাং বা যে ব্র্যান্ডই হোক না কেনো ।
সবাই ভাল থাকবেন।
আমি সুপারম্যান৭৮৬। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন টেক পাগল মানুষ। কবে যে এ দেশ ডিজিটাল বাংলাদেশ হবে সেই দিনের আশায় বসে আছি।
যদি র্যাম এবং চার্জ এর কথা চিন্তা করেন এখন পর্যন্ত আমি লুমিয়া কে বেছে নিতে বলব……………যদি ইন্টারনেট ব্যবহার নাও করেন তবুও ডাটা কানেশন বা WIFI কানেশন অন করা থাকলেও দ্রুত চার্জ শেষ হবে না….এটা আমার লুমিয়া 520 এর অভিজ্ঞতা….আর এনড্রয়েডে আমার এই অভিজ্ঞতা চরম খারাপ….এন্ড্রয়েড চার্জ এবং র্যাম যেন গিলে খায়…পেটুক এন্ড্রয়েড………………..