নোকিয়া এন৮২ থেকে কন্ট্যাক্ট নম্বর গ্যালাক্সি গ্র্যান্ড এ কিভাবে নিব?

আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন।

আমি অনেকদিন ধরে নোকিয়া এন৮২ ব্যবহার করে আসছি। যার কারনে মোবাইলে কয়েক হাজার মোবাইল নম্বর, এসএমএস সেভ করা আছে । কিছুদিন হল স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড নিয়েছি।  আমি আমার নোকিয়ার সমস্ত ফোনবুক নম্বর ও এস এম এস আমার গ্যালাক্সি গ্র্যান্ড এ ট্রান্সফার করতে চাই। কারন গ্যালাক্সি গ্র্যান্ড এ ট্রান্সফার করতে পারলে বিভিন্ন Apps দিয়ে আমি তা আমার জিমেইলে ব্যাকআপ রাখতে পারব। তাছাড়া নোকিয়া ফোনে কয়েক হাজার ফোন নম্বর ও এস এম এস সেভ থাকাতে ফোনটা অনেক স্লো হয়ে গেছে। এ ব্যাপারে মোবাইল মাস্টারদের সাহায্য চাই।

কিভাবে নোকিয়ার কন্ট্যাক্ট,এস এম এস গুলো গ্যালাক্সি গ্র্যান্ড এ ট্রান্সফার করতে পারি জানালে খুব উপকৃত হব। সবাই ভাল থাকবেন।

Level 0

আমি সুপারম্যান৭৮৬। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন টেক পাগল মানুষ। কবে যে এ দেশ ডিজিটাল বাংলাদেশ হবে সেই দিনের আশায় বসে আছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

number nite parben blutoth er maddhome sms neowar system amar jana nai

    ব্লুটুথ দিয়ে কন্ট্যাক্ট গুলো নিতে পেরেছি, অনেক অনেক ধন্যবাদ ভাই । এস এম এস গুলো নিতে পারছিনা ।

নোকিয়া সম্পর্কে জানিনা তবে আমার বেলায় আমি প্রথমে আমার আইফোন থেকে সবগুলো কন্টাক্ট কম্পিউটারে নিয়েছি। পরে মেমোরি কার্ড কপি করে অন্য আরেকটি এইচটিসি মোবাইলে নিয়েছি। এরপর ব্রাউজ করে দেখিয়ে দিয়েছি কন্টাক্ট কোথায় আছে। ফোন অটোমেটিক সেটআপ করে নিয়েছে। এখন আমার সব কন্টাক্ট দুই মোবাইলেই আছে। উদাহরণ দেয়ার অর্থ হচ্ছে একই নিয়মে নোকিয়া পিসি স্যুট দিয়ে ট্রাই করে দেখতে পারেন। তাও না হলে ইউটিউবে সাহায্য নিতে পারেন

    রিজভী ভাই অনেক ধন্যবাদ । ইউটিউবে অনেক ভিডিও পেয়েছি , কিন্তু এস এম এস এর কোন ভিডিও পাইনি। যদি পান তাহলে আমাকে লিঙ্কটা দিয়েন । ভাল থাকবেন ।