বাসার একটা পিসিতে পেনড্রাইভটা ঢুকানোর পর, নাম পরিবর্তন হয়ে গেল, অজে-বাজে নাম, বুঝা যায় না। গুগলের সহায়তায় নাম ফিরিয়ে আনলাম, regedite/hake local machin/cউrrentcontrolse/storege
এটা ডিলিট করে, নাম আসলো। write protected আর folder.exe এর কাহিনীতে শেষ। transcnd online recovery দিয়ে আগে একবার write protected ভাংতে পারলেও এবার আর কোনভাবে ফরমেট করতে পারলাম না। একটা ভাল পিসির অবাবে এটা ঠিক করতে পারছি না। মেসের দুটো পিসিই ভাইরাস এর কারখানা। ভাল কোন ফরম্যাট টুলস হলে ভাল হয়। আশা করি আপনারা এ অধমকে সাহায্যে করবেন। হেল্প করেন প্লিজ। রামপুরার কাছাকাছি কেউ থাকলে বলবেন। আমি রামপুরা আছি।
আমি সুমন রায়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
তোমার পিসির সিস্টেম টা আগে ঠিক করে নাও । আমার মনে হয় তোমার সিস্টেম করাপ্টেড হয়েগেছে ।
আবার নতুন করে উইন্ডোজ দিয়ে পুরোটা স্ক্যান করে নাও ।
এর পরেও না হলে পেন্ড্রাইভ নিয়ে কাষ্টমার কেয়ার এ চলে যাওয়া বেটার হবে । প্রায় সব পেন্ড্রাইভেই লাইফটাইম ওয়ারেন্টি থাকে ।