Processor (শব্দ সমস্যা)! প্রসেসরে শব্দ হচ্ছে দয়া করে সাহায্য করুন।…

আসসালামু আলিকুম। কেমন আছেন সবাই। ছোট খাটো একটা বিপদে পরেছি (যদিও ছোট নয়)।

আমার কম্পিউটারে যখন কোন কাজ হয় (স্বাভাবিক ছাড়া) যেমন- ডিফ্রাগমেন্ট/ গেমিং ইত্যাদি, তখন প্রসেসর থেকে এক প্রকার (ঘর্ষণ খেলে যেমন হয়) শব্দ হয়।

আমার ডেক্সটপ কম্পিউটার এর specification::::

Mother Board: Gigabyte G41-MT S2pt

Processor: Intel(R) Pentium Dual Core E5300 2.60GHz

RAM: 2x2 GB (1333MHz)

PSU: 400wat ( comes with casing)

GPU: No Graphics Card

HDD: Maxtor 320GB (PATA cable)

আমি শুনলাম যে (Thermal Paste) না কি এরকম শব্দ কমাতে সাহায্য করবে, তাই নাকি?

সমস্যার সমাধানের অপেক্ষায় থাকলাম।

আশাকরি খালি হাতে ফিরে দিবেন না ইনশাআল্লাহ্‌।

Level 0

আমি মোঃ মামুনুর রশিদ নাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 144 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কত দিন যাবত্‍ এ সমস্যা ? যত দিনই হোক , আগে ব্যাপারটা নিশ্চিত হয়ে নিন যে সেটি প্রসেসর থেকে , নাকি এর FAN থেকে । যদি ফ্যান থেকে হয় তাহলে এটি চেন্জ করেন । আর যদি প্রসেসর থেকে হয় তাহলে এখানে হাত না দেয়াই ভাল । আপনি ভাল কোন কম্পিউটারের দোকনে নিয়ে টেষ্ট করিয়ে নিন ।

    মোঃ আসাদউল্লাহ আসাদ ভাই আপনাকে ধন্যবাদ।

    প্রসেসর থেকে মানে কি কাজ করতে সমস্যা হয় না কিন্তু শব্দটা হয়।

    আর ফ্যান এর দাম কত হতে পারে জানেন কি?

আপনার সমস্যাটি cooling fan হতে হওয়ার সম্ভবনা বেশী
আপনার কম্পিউটার এর BIOS এ যদি CPU Fan RPM Control Enable থাকে তাহলে যেকোনো ভারি কাজ করার সময় CPU এর Temperature বাড়ার কারনে CPU Fan এর RPM বেড়ে যায়। তখন CPU Fan loose থাকলে বা CPU Fan এর সাথে কোন wire লাগলে বা CPU Fan এর সমস্যা থাকলে শব্দ করতে পারে। আরেকটা সমস্যা হতে পারে CPU এর পাশে কিছু Inductor থাকে সেগুলোর সমস্যা থাকলেও শব্দ করতে পারে।

    @email2jahangir: আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। তাহলে আমি কি সি পি ইউ এর ফ্যান আর পি এম Disable করে দেখব?

    চেষ্টা করে দেখি।

    আপনার কথা টা আমার অনেকটা সত্যি মনে হচ্ছে, কারণ-

    যখন কম্পিউটার হ্যাং হয়ে যায় (জানেন তো) সিপিইউ বেশি চেষ্টা করে হ্যাং থেকে মুক্তি পেতে (অর্থাৎ বেশি কম্পিত হয়)
    আর তখনই শব্দ বেশি হয়। তাই আমি আপনার পরামর্শ মত কাজ করার চেষ্টা করব, ধন্যবাদ।