আর্কিটেকচারের স্টুডেন্ট হওয়াতে ভালো মানের ডেক্সটপ আমার জন্য আবশ্যক হয়ে দাঁড়িয়েছে । এই সাবজেক্টে ভর্তি হওয়ার সময় আমার সাথে ছিল dell vostro 1015 ল্যাপটপ । এই মান্ধাতা আমলের যন্ত্র দিয়ে আর কাজ চলছে না । তাছাড়া এখনকার বড় বড় গ্রাফিক্স সফটওয়্যার গুলো মিনিমাম ১জিবি পর্যন্ত গ্রাফিক্স চাচ্ছে । সব কিছু চিন্তা করেই জরুরী ভিত্তিতে একটা পিসি কেনার সিদ্ধান্ত নিলাম । আর এতো টাকা দিয়ে একটা জিনিস কিনব আর টার জন্য তো পরামর্শ দরকার , আর সেই পরামর্শের জন্য একমাত্র নির্ভর যোগ্য জায়গা হল টেকটিউন । আশা করব ভালো পরামর্শ পাব ।
আমার বাজেট ৫০, ০০০ /-. দোকানদার ভাইয়া আমাকে AMD A8-6600K Richland 3.9GHz Socket FM2 100W Quad-Core Desktop Processor - Black Edition AMD Radeon HD 8570D AD660KWOHLBOX (http://www.newegg.com/Product/Product.aspx?Item=N82E16819113333) এইটা কেনার জন্য সাজেস্ট করল । কিন্তু নেটে দেখলাম এইটা ddr3 , আমার তো দরকার ddr5 , সেক্ষেত্রে ভালো মডেলের কোনটা পাব ? ভালো গতির রেন্ডারের জন্য আমি কোনটার দিকে বেশি খেয়াল দিবো ? ram নাকি processor ? কোনটা কত হলে ভালো হয় ?
আশা করব টেকটিউন আমাকে হতাশ করবেনা । পূর্ণ সহযোগিতার আশায় থাকলাম ।
আমি গৌরব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 251 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
am a student of ARCHITECTURE in CHITTAGONG UNIVERSITY of ENG & TECH. i've much curiosity in technology thats why i m here :) am proud to be a bangladesh
apni ram aböng processor 2 tar proti e kheal rakhte hobe